ফ্যাক্টচেক /চীনের মহাপ্রাচীর কি মহাকাশ থেকেও দেখা যায়, নভোচারীদের অভিজ্ঞতা কী
দীর্ঘদিন ধরেই এই মহাপ্রাচীর নিয়ে একটি গল্প প্রচলিত যে, এটি মহাকাশ থেকে দেখা যাওয়া পৃথিবীর একমাত্র স্থাপনা। কেউ কেউ আবার দাবি করেন, মহাকাশ থেকে এটি দেখা যায় খালি চোখেই। এমন দাবিও প্রচলিত আছে যে, চাঁদ থেকেও চীনের মহাপ্রাচীর দেখা যায়!