ঘুড়ি উৎসবে মাতল খুলনা বিশ্ববিদ্যালয়
নীল আকাশে উড়ছে বিভিন্ন আকার, আকৃতির ও রংবেরঙের ঘুড়ি। রঙিন ঘুড়িতে ছেয়ে গেছে আকাশ। এগুলোতে ইগল, সাপ, জাতীয় পতাকাসহ শিশুদের পছন্দের বিভিন্ন কার্টুন চরিত্র ফুটে উঠেছে। এ ছাড়া ওড়ানো হয়েছে ড্রাগন ঘুড়ি, সিরিজ ঘুড়ি, পকেট ঘুড়ি, স্ট্যান্ড ঘুড়িসহ ছোট-বড় বিভিন্ন রঙের ঘুড়ি।