নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছোট্ট দেশ নেপাল। তবে পর্যটনের রাজধানী বলা হয় এই ছোট দেশটির পোখারা শহরকে। সেখানকার বিশেষ আকর্ষণ প্যারা গ্লাইডিং, বাঞ্জি জাম্প, ক্যানোইং, আলট্রা লাইট ফ্লাইট ও পাহাড়ে ট্রেকিং।
পানিতে বিভিন্ন ধরনের রাইডের মজাও উপভোগ করা যাবে এখানে। সে জন্য যেতে হবে পোখারার ফেওয়া লেকে। এখানে আছে ক্যানোইং, নৌকা চালানো, সাঁতার কাটা, সেইলিং, মাছ ধরা, কায়াকিং ও বিভিন্ন পাখির সমারোহ। ফেওয়া হ্রদের মাঝখানে বারাহি নামের একটি মন্দির আছে। পোখারা বিমানবন্দর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অদ্ভুত সুন্দর একটি ঝরনা হলো ডেভিস ফল। ফেওয়া লেকের পানি থেকে সৃষ্ট এই ঝরনার সঙ্গে জড়িয়ে আছে রহস্য।
প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গুপ্তেশ্বর মহাদেব গুহায় যেতে হয় বাঁকানো একটি সিঁড়ি দিয়ে। পোখারার তিব্বতিয়ান শরণার্থীদের আবাসস্থল জাংচুর ছোলিং গুম্পা মঠ। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এখানকার ৭ ফুট লম্বা কপার ও সোনা দিয়ে মোড়ানো বুদ্ধমূর্তি। এ ছাড়া বিশ্বের শান্তি প্যাগোডা নামে পরিচিত পোখারা শান্তি স্তূপ।
অন্নপূর্ণা প্রজাপতি জাদুঘর, পোখারা ভ্যালি, অন্নপূর্ণা বেজ ক্যাম্প, বিদ্যাবাসিনী মন্দির, শ্রী গাদেন ধারগায় লিং মনাস্ট্রি, বেগনাস তাল লেক, টেম্পলে অব তাল ভারাহি ও ব্যাট কেভে, গরেপানি হিল ও সেতি গান্দাকিতে যেতে পারেন পর্যটকেরা।
ছোট্ট দেশ নেপাল। তবে পর্যটনের রাজধানী বলা হয় এই ছোট দেশটির পোখারা শহরকে। সেখানকার বিশেষ আকর্ষণ প্যারা গ্লাইডিং, বাঞ্জি জাম্প, ক্যানোইং, আলট্রা লাইট ফ্লাইট ও পাহাড়ে ট্রেকিং।
পানিতে বিভিন্ন ধরনের রাইডের মজাও উপভোগ করা যাবে এখানে। সে জন্য যেতে হবে পোখারার ফেওয়া লেকে। এখানে আছে ক্যানোইং, নৌকা চালানো, সাঁতার কাটা, সেইলিং, মাছ ধরা, কায়াকিং ও বিভিন্ন পাখির সমারোহ। ফেওয়া হ্রদের মাঝখানে বারাহি নামের একটি মন্দির আছে। পোখারা বিমানবন্দর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অদ্ভুত সুন্দর একটি ঝরনা হলো ডেভিস ফল। ফেওয়া লেকের পানি থেকে সৃষ্ট এই ঝরনার সঙ্গে জড়িয়ে আছে রহস্য।
প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গুপ্তেশ্বর মহাদেব গুহায় যেতে হয় বাঁকানো একটি সিঁড়ি দিয়ে। পোখারার তিব্বতিয়ান শরণার্থীদের আবাসস্থল জাংচুর ছোলিং গুম্পা মঠ। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এখানকার ৭ ফুট লম্বা কপার ও সোনা দিয়ে মোড়ানো বুদ্ধমূর্তি। এ ছাড়া বিশ্বের শান্তি প্যাগোডা নামে পরিচিত পোখারা শান্তি স্তূপ।
অন্নপূর্ণা প্রজাপতি জাদুঘর, পোখারা ভ্যালি, অন্নপূর্ণা বেজ ক্যাম্প, বিদ্যাবাসিনী মন্দির, শ্রী গাদেন ধারগায় লিং মনাস্ট্রি, বেগনাস তাল লেক, টেম্পলে অব তাল ভারাহি ও ব্যাট কেভে, গরেপানি হিল ও সেতি গান্দাকিতে যেতে পারেন পর্যটকেরা।
একা ভ্রমণ করলেও আপনি কিন্তু একা নন। কিছু কার্যকর কৌশল অবলম্বন করলে পৌঁছে যেতে পারেন স্থানীয় সংস্কৃতির খুব কাছাকাছি, আর গড়ে তুলতে পারেন বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধ। দূর করতে পারেন নিঃসঙ্গতা। পেতে পারেন আত্ম-আবিষ্কারের সুযোগ। এই আত্ম-আবিষ্কারে বড় সহচর হতে পারে একজন নতুন বন্ধু।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইতালি, স্পেন, গ্রিসে সার্জন ও রোগীর সংখ্যা— দুটোই বেশি। জার্মান অনলাইন প্ল্যাটফর্ম ‘স্টাটিস্টা’ প্রকাশিত ২০২৪ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ হাজার ৫০০ জন প্লাস্টিক সার্জন রয়েছেন, যা বিশ্বের মোট সার্জনের প্রায় ১৭ শতাংশ।
১০ ঘণ্টা আগেবছরে কাজ করতে হবে মোট ১৮৫ দিন! বিষয়টি ধারণা করতে পারেন এই একুশ শতকে এসে? কিন্তু বাস্তবে একটা সময় মানুষ বছরে ১৮৫ দিনই কাজ করতেন। সে কাজ হতো দিনে চার থেকে পাঁচ ঘণ্টা। আর এখন? জেনে নিন চমকপ্রদ তথ্য।
১১ ঘণ্টা আগেধূমপান শুধু ক্যানসার নয়, আরও অনেক রোগের কারণ। ধূমপানের কারণে সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যানসার। বিভিন্ন সূত্রে মানুষ তামাকের ক্ষতি সম্পর্কে জানে। কিন্তু ধূমপান ছাড়ার পর শরীরে কী ঘটে এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি কতটা কমে, তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
১৯ ঘণ্টা আগে