Ajker Patrika

এইউবিতে নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক
এইউবিতে নবীনবরণ

এ বছরের জন্য স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ১২ মে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই নবীনবরণ হয়। এতে নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এইউবির বিভিন্ন বিভাগের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক। গেস্ট অব অনার ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান এবং বিশেষ অতিথি ছিলেন এইউবির ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ভর্তি ও তথ্য বিভাগের পরিচালক জাকির হোসেন। সভাপতিত্ব করেন এইউবির রেজিস্ট্রার এ কে এম এনামুল হক।

ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, ‘আমাদের ছাত্ররা ড্রোন বানাচ্ছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা খাতে এগিয়ে যাচ্ছে। যারা এগিয়ে আসবে, যারা নতুন কিছু করতে চাইবে, তারাই তাদের কর্মজীবনে সফল হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। আর এই যোগ্যতা অর্জনের পথ তৈরি করে 
দেবে এইউবি।’

এইউবির উপাচার্য ড. শাহজাহান খান নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেই লক্ষ্য বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে কোনো শিক্ষার্থী বসে নেই। সবাই দেশে-বিদেশে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তোমাদের জন্যও সেই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত