২১ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া
চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস চালুর ২১ বছরেও উন্নত সুযোগ-সুবিধার ছোঁয়া লাগেনি চাঁদপুরের হরিণা ফেরিঘাট টার্মিনালে। এ নিয়ে যাত্রী ও পরিবহনশ্রমিকদের দীর্ঘদিন ধরে দুর্ভোগে পড়তে হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।