কারাদণ্ড যেখানে বিয়ের চেয়ে নিরাপদ
হয় স্বামীর সঙ্গে থাকো, নয়তো কারাভোগ করো—আফগানিস্তানে নারীদের এ এক করুণ নিয়তি।সে দেশের কিশোরীরা স্কুলে যায় না,গান কিংবা নাচ শেখে না, খেলাধুলা করতে পারে না। এমনকি হাতখরচের টাকাও আয় করতে পারে না। এসবের অনুমতি নেই তাদের। সেখানে কিশোরীদের অনুমতি আছে শুধু বিয়ে করার। বিয়ের পর তাদের সঙ্গে হওয়া অন্যায়-অবিচার