কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রতিকূলতা ডিঙিয়ে ভোটের উৎসবে মেতেছিলেন নগরের ভোটাররা। গতকাল বুধবার সকালে ভোট গ্রহণের শুরুতেই ঝুম বৃষ্টি, বিভিন্ন স্থানে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অকেজো, ধীরগতি, আঙুলের ছাপ না মেলা, ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে না জানাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়।