স্বপ্ন ছিল ইনস্টিটিউট গড়ার
আইয়ুব বাচ্চুর মতো একজন অসাধারণ গিটার প্রতিভা পেয়েছিলাম আমরা। তাঁর কতটা কদর আমরা করতে পেরেছি আর তাঁর কাছ থেকে কতটা নিতে পেরেছি, সেটা সময়ই বলে দেবে। একটা ইনস্টিটিউট গড়ার স্বপ্ন ছিল আইয়ুব বাচ্চুর। আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেই স্বপ্নের কথা লিখেছেন এম এস রানা।