Ajker Patrika

টি-শার্ট বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যয় হবে আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে

টি-শার্ট বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যয় হবে আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে

প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার। এই রক তারকার নামে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। বিষয়টি খুবই ব্যয়বহুল। তাই অর্থ যোগাতে ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়েছে।

এলআরবি-র লোগো সম্বলিত টি-শার্ট বিক্রির পরিকল্পনা করা হয়েছে। এই টি-শার্ট বিক্রি থেকে পাওয়া অর্থ আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে ব্যয় করা হবে। এলআরবি-র অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চু জীবনের শেষ সময়ে ভক্তদের সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করতেন। ভক্তদের আবদার রাখতে নিজের তত্ত্বাবধানে এবি কিচেন থেকে বেশকিছু ফ্যান কালেকটিবলস টিশার্ট তৈরি করেছিলেন।

আইয়ুব বাচ্চু নিজের হাতে কিছু টি-শার্ট শুভেচ্ছা উপহার হিসেবে তাঁর কাছের বন্ধু ও ভক্তদেরকে দিয়েছেন। এমনকি তিনি নিজে ও তাঁর প্রাক্তন ব্যান্ড মেম্বাররা এই টিশার্ট পরে অনেক কনসার্ট ও স্টুডিও শোতে হাজির হয়েছেন। এতদিন এগুলো কিংবদন্তির অন্যান্য স্মৃতিস্মারকের সাথে সংরক্ষিত ছিল আইয়ুব বাচ্চুর পরিবারের কাছে।

এগুলো তুলে দেওয়া হয়েছে ‘বাংলার গঞ্জি টি অব বেঙ্গল’ অনলাইন স্টোরে। যে কেউ চাইলেই সেখান থেকে কিনতে পারবেন আইয়ুব বাচ্চুর স্মৃতি-জড়িত টি-শার্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত