আইফোনের সঙ্গে পাল্লা দেবে নকিয়ার নতুন স্মার্টফোন
সম্প্রতি নকিয়া তাদের লোগো পাল্টায়। এরপরই জানা গেছে, নকিয়া বাজারে আনছে ‘নকিয়া ম্যাজিক ম্যাক্স ৫জি’ স্মার্টফোন। এরই মধ্যে এই স্মার্টফোন-সম্পর্কিত বেশ কিছু তথ্যও সামনে এসেছে; যা দেখে অনেকেই মনে করছেন, নকিয়ার এই নতুন ফোন সরাসরি টক্কর দেবে আইফোনের সঙ্গেও।