কোহলি-গম্ভীরের আবার ‘ঝগড়ার’ সম্ভাবনা দেখছেন ভারতীয় ক্রিকেটার
বিরাট কোহলি, গৌতম গম্ভীর—আইপিএল ইতিহাসে ভারতীয় দুই ক্রিকেটার থাকা মানেই যেন অন্য এক আবহ। সময় পেরিয়ে যায়, দল বদলায়, ভূমিকা বদলায়—তবু দুই ক্রিকেটারের বাকযুগ্ধ ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উত্তাপ ছড়ায়। এবারের আইপিএলে আবারও তেমন সম্ভাবনা দেখছেন বরুণ অ্যারন।