সময়টা বেশ খারাপ যাচ্ছে রোহিত শর্মার। হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারিয়েছেন আইপিএলের শুরুতে। মাঠে দুজনের দ্বন্দ্ব নিয়েও কানাঘুষা চলছে। তবে এরই মাঝে একের পর এক হেরেই চলেছে তাঁদের দল মুম্বাই। গত রাতে ৬ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
এরই মাঝে লজ্জার এক রেকর্ড গড়েছেন রোহিত। আগের দুই ম্যাচে ২৬ ও ৪৩ রানের ইনিংস খেললেও আইপিএলে এখনো মুম্বাই ইন্ডিয়ানসকে জয় এনে দিতে পারেননি ভারতীয় ওপেনার। গতকাল মারলেন গোল্ডেন ডাক। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের পঞ্চম বলে সঞ্জু স্যামসনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি।
তাতেই রোহিত ছুঁয়ে ফেলেন আইপিএলে ১৭ ডাক নিয়ে শীর্ষে থাকা তাঁরই সাবেক মুম্বাই সতীর্থ দিনেশ কার্তিককে। এ তালিকায় দুইয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং ও সুনীল নারাইন ডাক মেরেছেন সমান ১৫টি।
মুম্বাই আগের দুই ম্যাচ খেলেছিল আহমেদাবাদ ও হায়দরাবাদে। গত রাতে খেলেছেন ঘরের মাঠ ‘আইকনিক’ ওয়াংখেড়েতে। কিন্তু নিজের মাঠেই রোহিত ডাক মারার রেকর্ড গড়ে বসলেন। মুম্বাইকে শুরুতে চাপে ফেলে দেন বোল্ট। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে রোহিত ও নামার ধীরকে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন কিউই পেসার। নিজের পরের ওভারে বোল্টের সেই স্বপ্ন ভেঙে দেন ওপেনার ইশান কিষান। তবে পরের বলে স্ট্রাইকে আসা ডেওয়াল্ড ব্রেভিসকেও ফিরিয়ে তিনি মুম্বাইয়ের স্কোরটা করেন—৩/১৪! রোহিত, নামান ও ব্রেভিস—তিনজনই ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।
সময়টা বেশ খারাপ যাচ্ছে রোহিত শর্মার। হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারিয়েছেন আইপিএলের শুরুতে। মাঠে দুজনের দ্বন্দ্ব নিয়েও কানাঘুষা চলছে। তবে এরই মাঝে একের পর এক হেরেই চলেছে তাঁদের দল মুম্বাই। গত রাতে ৬ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
এরই মাঝে লজ্জার এক রেকর্ড গড়েছেন রোহিত। আগের দুই ম্যাচে ২৬ ও ৪৩ রানের ইনিংস খেললেও আইপিএলে এখনো মুম্বাই ইন্ডিয়ানসকে জয় এনে দিতে পারেননি ভারতীয় ওপেনার। গতকাল মারলেন গোল্ডেন ডাক। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের পঞ্চম বলে সঞ্জু স্যামসনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি।
তাতেই রোহিত ছুঁয়ে ফেলেন আইপিএলে ১৭ ডাক নিয়ে শীর্ষে থাকা তাঁরই সাবেক মুম্বাই সতীর্থ দিনেশ কার্তিককে। এ তালিকায় দুইয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং ও সুনীল নারাইন ডাক মেরেছেন সমান ১৫টি।
মুম্বাই আগের দুই ম্যাচ খেলেছিল আহমেদাবাদ ও হায়দরাবাদে। গত রাতে খেলেছেন ঘরের মাঠ ‘আইকনিক’ ওয়াংখেড়েতে। কিন্তু নিজের মাঠেই রোহিত ডাক মারার রেকর্ড গড়ে বসলেন। মুম্বাইকে শুরুতে চাপে ফেলে দেন বোল্ট। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে রোহিত ও নামার ধীরকে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন কিউই পেসার। নিজের পরের ওভারে বোল্টের সেই স্বপ্ন ভেঙে দেন ওপেনার ইশান কিষান। তবে পরের বলে স্ট্রাইকে আসা ডেওয়াল্ড ব্রেভিসকেও ফিরিয়ে তিনি মুম্বাইয়ের স্কোরটা করেন—৩/১৪! রোহিত, নামান ও ব্রেভিস—তিনজনই ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
১৬ মিনিট আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে