এবারের আইপিএলে সময়টা দুর্দান্ত কাটছে শুবমান গিলের। অধিনায়কত্বের বাহুবন্ধনী পেয়ে গুজরাট টাইটানসে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। ৪ ম্যাচে ১৬৪ রানে দলের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক উদীয়মান এই ব্যাটার।
২০২২ সাল থেকে গুজরাটের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন গিল। সর্বশেষ মৌসুমে তো ৮৯০ রান নিয়ে শীর্ষে ছিলেন ২৪ বছর বয়সী ব্যাটার। গুজরাটের হয়ে সময়টা দুর্দান্ত কাটলেও পুরোনো দলকে হয়তো ভুলতে পারেননি তিনি। তা না হলে মজার ছলে শাহরুখ খানের কাছে এমন প্রশ্ন করবেন কেন তিনি?
মজার ছলে বলিউডের বাদশা খ্যাত শাহরুখের কাছে গিল জানতে চেয়েছেন কেন তাঁকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা অবশ্য সরাসরি বলিউড অভিনেতাকে করেননি ভারতীয় ব্যাটার। বিশ্বসংগীতের জনপ্রিয় এক গায়কের মাধ্যমে উত্তরটা জানতে চেয়েছেন তিনি। সেই গায়ক হচ্ছেন এড শিরান।
গত মাসে মুম্বাইয়ে পারফর্ম করতে ভারতে এসেছিলেন শিরান। গান গাইতে এসে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই ইংরেজ গায়ক। শুধু পারফর্মই করেননি, ভারতের বিভিন্ন অঙ্গনের বেশ কজন সেলিব্রেটির সঙ্গে দেখাও করেছেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন শাহরুখ, গিল ও কৌতুক অভিনেতা তন্ময় ভাট। গিলের সঙ্গে ক্রিকেটও খেলেছেন শিরান।
গিল ও তন্ময়ের সঙ্গে এক রেস্টুরেন্টে খাওয়ার সময়ই শাহরুখ প্রসঙ্গ সামনে এনেছিলেন শিরান। ইংরেজ গায়ক বলছিলেন, ‘আজ রাতে শাহরুখের বাসায় যাচ্ছি।’ সে সময় প্রতি উত্তরে গিল বলেন, ‘আমি তাঁর দলে খেলতাম।’ শোনার পর শিরান অবাক হয়ে প্রশ্ন করেন, ‘তুমি খেলেছ? তাঁর দল আছে?’ এ সময় তন্ময় উত্তর দেন, ‘হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স তাঁর দল।’ এরপরেই গিল মজার ছলে বলেন, ‘তাঁকে জিজ্ঞেস করবে, কেন আমাকে ধরে রাখেনি।’ এটা বলার পরেই একসঙ্গে সবাই হেসে ওঠেন।
২০১৮-২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলছেন গিল। এ সময় দুবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে ভালো ছন্দেও ছিলেন তিনি। কলকাতার পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ তৈরি করেন তিনি। তার পরও হঠাৎ করেই ১ কোটি ৮০ লাখ ভারতীয় মুদ্রায় কেনা ব্যাটারকে ছেড়ে দেয় কলকাতা। গুজরাটে যোগ দেওয়ার আগে কলকাতার হয়ে ৫৮ ম্যাচ খেলে ১৪১৭ রান করেছেন গিল।
এবারের আইপিএলে সময়টা দুর্দান্ত কাটছে শুবমান গিলের। অধিনায়কত্বের বাহুবন্ধনী পেয়ে গুজরাট টাইটানসে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। ৪ ম্যাচে ১৬৪ রানে দলের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক উদীয়মান এই ব্যাটার।
২০২২ সাল থেকে গুজরাটের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন গিল। সর্বশেষ মৌসুমে তো ৮৯০ রান নিয়ে শীর্ষে ছিলেন ২৪ বছর বয়সী ব্যাটার। গুজরাটের হয়ে সময়টা দুর্দান্ত কাটলেও পুরোনো দলকে হয়তো ভুলতে পারেননি তিনি। তা না হলে মজার ছলে শাহরুখ খানের কাছে এমন প্রশ্ন করবেন কেন তিনি?
মজার ছলে বলিউডের বাদশা খ্যাত শাহরুখের কাছে গিল জানতে চেয়েছেন কেন তাঁকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা অবশ্য সরাসরি বলিউড অভিনেতাকে করেননি ভারতীয় ব্যাটার। বিশ্বসংগীতের জনপ্রিয় এক গায়কের মাধ্যমে উত্তরটা জানতে চেয়েছেন তিনি। সেই গায়ক হচ্ছেন এড শিরান।
গত মাসে মুম্বাইয়ে পারফর্ম করতে ভারতে এসেছিলেন শিরান। গান গাইতে এসে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই ইংরেজ গায়ক। শুধু পারফর্মই করেননি, ভারতের বিভিন্ন অঙ্গনের বেশ কজন সেলিব্রেটির সঙ্গে দেখাও করেছেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন শাহরুখ, গিল ও কৌতুক অভিনেতা তন্ময় ভাট। গিলের সঙ্গে ক্রিকেটও খেলেছেন শিরান।
গিল ও তন্ময়ের সঙ্গে এক রেস্টুরেন্টে খাওয়ার সময়ই শাহরুখ প্রসঙ্গ সামনে এনেছিলেন শিরান। ইংরেজ গায়ক বলছিলেন, ‘আজ রাতে শাহরুখের বাসায় যাচ্ছি।’ সে সময় প্রতি উত্তরে গিল বলেন, ‘আমি তাঁর দলে খেলতাম।’ শোনার পর শিরান অবাক হয়ে প্রশ্ন করেন, ‘তুমি খেলেছ? তাঁর দল আছে?’ এ সময় তন্ময় উত্তর দেন, ‘হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স তাঁর দল।’ এরপরেই গিল মজার ছলে বলেন, ‘তাঁকে জিজ্ঞেস করবে, কেন আমাকে ধরে রাখেনি।’ এটা বলার পরেই একসঙ্গে সবাই হেসে ওঠেন।
২০১৮-২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলছেন গিল। এ সময় দুবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে ভালো ছন্দেও ছিলেন তিনি। কলকাতার পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ তৈরি করেন তিনি। তার পরও হঠাৎ করেই ১ কোটি ৮০ লাখ ভারতীয় মুদ্রায় কেনা ব্যাটারকে ছেড়ে দেয় কলকাতা। গুজরাটে যোগ দেওয়ার আগে কলকাতার হয়ে ৫৮ ম্যাচ খেলে ১৪১৭ রান করেছেন গিল।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৬ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে