ধৈর্যের পরীক্ষা
আইনমন্ত্রী আনিসুল হক অত্যন্ত ধৈর্যশীল ও বিচক্ষণ মানুষ নিঃসন্দেহে। তাঁর হাতে দেশের আইন ও বিচারের ভার ন্যস্ত হওয়ায় আশা করা যায়, দ্রুততম সময়ে না হলেও কোনো না কোনো সময় যেকোনো অপরাধের বা হত্যাকাণ্ডের বিচার হবে। তবে তখন প্রকৃত অপরাধী হয়তো বেঁচে থাকবে না! তাতে কি, মরণোত্তর বিচারের ব্যবস্থা তো আছেই।