Ajker Patrika

অবন্তিকার মায়ের সঙ্গে দেড় ঘণ্টা কথা বললেন জবির তদন্ত কমিটির সদস্যরা

জবি সংবাদদাতা 
আপডেট : ২২ মার্চ ২০২৪, ২১: ৪৬
অবন্তিকার মায়ের সঙ্গে দেড় ঘণ্টা কথা বললেন জবির তদন্ত কমিটির সদস্যরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা কুমিল্লায় অবন্তিকার মায়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন। 

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটি কুমিল্লায় যায়।  কমিটির সদস্য অধ্যাপক ড. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

অধ্যাপক আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ কুমিল্লায় এসেছি। এখানে অবন্তিকার মায়ের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতো কথা বলেছি। বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি।’ 

১৫ মার্চ রাতে শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা আত্মহত্যা করেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত