এডিস মশা কাকে বেশি কামড়ায়— জানালেন গবেষকেরা
কালো মানুষকে মশা কামড়ায় বেশি, বি পজিটিভ রক্তের গ্রুপ যাদের তারাও নাকি মশাদের কাছে খুব লোভনীয় শিকার! এমন নানা মিথ প্রচলিত। তবে এটা অভিজ্ঞতালব্ধ সত্য যে, কিছু মানুষ মশাদের কাছে বেশি প্রিয়। এর সপক্ষে এবার বৈজ্ঞানিক প্রমাণও মিলল।