রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নে ইয়াছমিন আকতার (২০) নামে এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপ করেছেন মো. আজিম (৩০) নামের এক ব্যক্তি। তিনি রাতের বেলা ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।
এতে ইয়াছমিনের শরীরের চোখ, মুখ ও বুক ঝলসে যায়। এ ঘটনায় ইয়াছমিন আকতারের ভাই আবু তাহের বাদী হয়ে থানায় মো. আজিমকে (৩০) আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মো. আজিমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছমিন আকতার উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডিঙ্গললোঙ্গো এলাকার আবুল বাশারের মেয়ে।
গ্রেপ্তারকৃত আসামি মো. আজিম (৩০) রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার ৫ নম্বর ওয়ার্ড খন্তাকাটা এলাকার রুহুল আমিনের ছেলে।
মামলার বাদী আবু তাহের জানান, রাত ২টার দিকে হঠাৎ করে বোনের চিৎকার শুনতে পেয়ে রুমে ছুটে গিয়ে দেখি আমার বোনের শরীরের অর্ধেক অংশ ঝলসে গেছে। জানতে চাইলে বোন বলে আজিম নামের এক ব্যক্তি তাকে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার জন্য চন্দ্রঘোনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী জানান, রাত আনুমানিক ৩টার সময় খবর আসে। দ্রুত একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে জানা যায়, ইয়াছমিন আকতার নামে এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চন্দ্রঘোনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী জানান আরও জানান, ইয়াছমিন আকতারের সঙ্গে আসামি আজিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ইয়াছমিন জানতে পারে আজিম বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তারপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। গত বুধবার রাতে বাড়িতে জানালা দিয়ে আলাপ করার একপর্যায়ে আজিম ইয়াছমিনের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় ইয়াছমিন আকতারের ভাই আবু তাহের বাদী হয়ে থানায় মো. আজিমকে (৩০) আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার ভোরে চন্দ্রঘোনা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আজিমকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নে ইয়াছমিন আকতার (২০) নামে এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপ করেছেন মো. আজিম (৩০) নামের এক ব্যক্তি। তিনি রাতের বেলা ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।
এতে ইয়াছমিনের শরীরের চোখ, মুখ ও বুক ঝলসে যায়। এ ঘটনায় ইয়াছমিন আকতারের ভাই আবু তাহের বাদী হয়ে থানায় মো. আজিমকে (৩০) আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মো. আজিমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছমিন আকতার উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডিঙ্গললোঙ্গো এলাকার আবুল বাশারের মেয়ে।
গ্রেপ্তারকৃত আসামি মো. আজিম (৩০) রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার ৫ নম্বর ওয়ার্ড খন্তাকাটা এলাকার রুহুল আমিনের ছেলে।
মামলার বাদী আবু তাহের জানান, রাত ২টার দিকে হঠাৎ করে বোনের চিৎকার শুনতে পেয়ে রুমে ছুটে গিয়ে দেখি আমার বোনের শরীরের অর্ধেক অংশ ঝলসে গেছে। জানতে চাইলে বোন বলে আজিম নামের এক ব্যক্তি তাকে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার জন্য চন্দ্রঘোনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী জানান, রাত আনুমানিক ৩টার সময় খবর আসে। দ্রুত একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে জানা যায়, ইয়াছমিন আকতার নামে এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চন্দ্রঘোনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী জানান আরও জানান, ইয়াছমিন আকতারের সঙ্গে আসামি আজিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ইয়াছমিন জানতে পারে আজিম বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তারপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। গত বুধবার রাতে বাড়িতে জানালা দিয়ে আলাপ করার একপর্যায়ে আজিম ইয়াছমিনের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় ইয়াছমিন আকতারের ভাই আবু তাহের বাদী হয়ে থানায় মো. আজিমকে (৩০) আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার ভোরে চন্দ্রঘোনা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আজিমকে গ্রেপ্তার করে পুলিশ।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে