আদালত প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২৭ বছর আগে প্রেমিককে অ্যাসিড নিক্ষেপের মামলায় প্রেমিকা ও তাঁর মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আসামিরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ি এলাকার প্রেমিকা মোস্তফা বেগম (২১) ও তাঁর মা মাসুমা খাতুন (৪০)।
অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত নারী বিবেচনায় আসামি দুজনকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডের আদেশে এটি উল্লেখ করা হয়। আসামিরা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নুরুল আবসারের সঙ্গে প্রতিবেশী মোস্তফা বেগমের প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্রে মোস্তফা বেগমের মা ভুক্তভোগী আবসারের পরিবারে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আবসারের বাবা নুরুল ইসলাম তাঁর ছেলের সঙ্গে মোস্তফা বেগমের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ছেলেকে মধ্যপ্রাচ্যের ওমানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মা ও মেয়ে মিলে আবাসারকে হত্যার পরিকল্পনা করেন। ওমানে যাওয়ার কয়েক দিন আগে তাঁরা এ পরিকল্পনা নেন।
আসামিরা আবসারের সঙ্গে দেখা করার কথা বলে ১৯৯৫ সালের ২২ জুলাই বিকেলে আবসারকে হারুয়ালছড়ির বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে যান। আবসার সেখানে পৌঁছার পর মোস্তফা তাঁর হাতে থাকা মগ থেকে আবসারের মুখে অ্যাসিড ছুড়ে মারেন। এর আগে মায়ের হাতে থাকা দা দিয়ে আবসারকে কোপানোর চেষ্টা করেন। আবসার সরে গিয়ে দা কেড়ে নিয়ে তা দূরে ছুড়ে ফেলে দেন। এর পরপরই মোস্তফা বেগম তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারেন। এরপর মা মেয়ে পালিয়ে যান।
এরপর ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আবসারের বাবা নুরুল ইসলাম রাঙ্গুনিয়া থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা পরের বছর ৫ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ১৯৯৯ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৩ সাক্ষীর মধ্যে ১০ জন আদালতে সাক্ষ্য দেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২৭ বছর আগে প্রেমিককে অ্যাসিড নিক্ষেপের মামলায় প্রেমিকা ও তাঁর মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আসামিরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ি এলাকার প্রেমিকা মোস্তফা বেগম (২১) ও তাঁর মা মাসুমা খাতুন (৪০)।
অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত নারী বিবেচনায় আসামি দুজনকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডের আদেশে এটি উল্লেখ করা হয়। আসামিরা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নুরুল আবসারের সঙ্গে প্রতিবেশী মোস্তফা বেগমের প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্রে মোস্তফা বেগমের মা ভুক্তভোগী আবসারের পরিবারে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আবসারের বাবা নুরুল ইসলাম তাঁর ছেলের সঙ্গে মোস্তফা বেগমের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ছেলেকে মধ্যপ্রাচ্যের ওমানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মা ও মেয়ে মিলে আবাসারকে হত্যার পরিকল্পনা করেন। ওমানে যাওয়ার কয়েক দিন আগে তাঁরা এ পরিকল্পনা নেন।
আসামিরা আবসারের সঙ্গে দেখা করার কথা বলে ১৯৯৫ সালের ২২ জুলাই বিকেলে আবসারকে হারুয়ালছড়ির বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে যান। আবসার সেখানে পৌঁছার পর মোস্তফা তাঁর হাতে থাকা মগ থেকে আবসারের মুখে অ্যাসিড ছুড়ে মারেন। এর আগে মায়ের হাতে থাকা দা দিয়ে আবসারকে কোপানোর চেষ্টা করেন। আবসার সরে গিয়ে দা কেড়ে নিয়ে তা দূরে ছুড়ে ফেলে দেন। এর পরপরই মোস্তফা বেগম তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারেন। এরপর মা মেয়ে পালিয়ে যান।
এরপর ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আবসারের বাবা নুরুল ইসলাম রাঙ্গুনিয়া থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা পরের বছর ৫ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ১৯৯৯ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৩ সাক্ষীর মধ্যে ১০ জন আদালতে সাক্ষ্য দেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫