অ্যামনেস্টির আইরিন খান তারেকের বেয়াইন, তাদের বিবৃতির দাম নাই: তথ্যমন্ত্রী
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি কীভাবে হয়, কোথায় ড্রাফট হয়, আর কিসের বিনিময়ে আসে, সেটা জানা আছে। তাদের বিবৃতির মূল্য নেই। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।