ঢাবির ক্রীড়া-গৌরব এখন স্মৃতির সিন্দুকে
জাতীয় অ্যাথলেটিকসের ট্র্যাকে নামতে হলে জুতায় থাকতে হবে স্পাইক। ৪০০ মিটার দৌড়ের আগে নিরুপায় হয়ে অন্য অ্যাথলেটদের কাছে স্পাইকের জন্য ধরনা দিতে হয়েছে সাদিয়া ইসলাম মুনাকে। সংকোচ নিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটদের কাছে মুনাকে পরিচয় দিতে হয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।