Ajker Patrika

আবারও সেরা ইমরান, ফিরলেন শিরিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮: ৪৭
আবারও সেরা ইমরান, ফিরলেন শিরিন 

ট্র‍্যাকে নামলেই রেকর্ড, শেষ কয়েক প্রতিযোগিতায় এভাবে নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছিলেন ইমরানুর রহমান। এবারের জাতীয় অ্যাথলেটিকসেই ব্যতিক্রম। নিজেই ভাঙতে পারলেন না নিজের রেকর্ড। তবে ঠিকই ধরে রেখেছেন দ্রুততম মানবের স্থান। 

আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস। আসরের প্রথম দিনে যথারীতি আবারও ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লন্ডনপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। তবে এক আসর দিয়ে আবারও নিজের সিংহাসন দখল করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ নিয়ে ১৪ বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন এই নারী স্প্রিন্টার। 

 ১০০ মিটার স্প্রিন্টে ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৪৯ সেকেন্ডে প্রথম হয়েছেন ইমরান। শিরিনের টাইমিং ১২.২০। ইলেকট্রনিক টাইমিংয়ে দুজনেই বর্তমান রেকর্ডধারী। 

নিজের রেকর্ড ভাঙতে না পেরেও খুশি ইমরান। বাংলাদেশে আসার আগে ম্যানচেস্টারের বিমান বন্দরে আটকে ছিলেন এক দিন। ঢাকায় এসেছেন বুধবার। মাত্র এক দিনের প্রস্তুতিতে যা পেয়েছেন তাতেই খুশি তিনি। বললেন, ‘আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি।' 

 ১৪ বারের সেরা হয়ে নাজমুন্নাহার বিউটির রেকর্ডে শ্বাস ফেলছেন শিরিন। বিউটি এখন পর্যন্ত সেরা হয়েছেন ১৭ বার। শিরিন ছাড়িয়ে যেতে চান বিউটিকে। দেশের হয়ে জিততে চান এসএ গেমসে সোনা। বললেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে এই টাইমিং আরও ভালো হতে পারত। আমি এখনো বিশ্বাস করি, দেশকে এসএ গেমসে সোনা জেতাতে পারব। তবে এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিউটি আপু আমার আদর্শ, তাঁকে ছাড়িয়ে যেতে চাই।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত