দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-লয়েডকে ছাড়িয়ে স্মিথ
১ রানের অপেক্ষায় থাকতে হলো কয়েক সপ্তাহ। গলে সেই অপেক্ষা ফুরোল প্রথম বলেই। উইকেটে এসেই প্রবাত জয়াসুরিয়ার বলে ১ রান নিয়ে স্টিভেন স্মিথ ড্রেসিংরুমের দিকে ব্যাট ইশারায় দেখালেন, ‘১০,০০০ রান হয়ে গেছে আমার।’ কোচ-সতীর্থরা দাঁড়িয়ে করতালিতে জানালেন অভ্যর্থনা। রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহর পর