গোয়েন্দা হবেন অপু
সন্তান, সংসার– সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন ঢাকাই ছবির এই লাস্যময়ী নায়িকা। একসময় মূলত গ্ল্যামারাস চরিত্রে হাজির হলেও অপু এখন চরিত্রের বৈচিত্র্য নিয়ে ভাবছেন