অপুর রুটিন বদলেছে
‘ঈশা খাঁ’, ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে নতুন তিনটি ছবির শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ ছবিতে অপুর নায়ক ডি এ তায়েব। সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবিতে অপুর সঙ্গে অভিনয় করেছেন জয় চৌধুরী। আর ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরব হোসেন আছেন অপুর বিপরীতে। বা