ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যেখানে তিনি নায়িকা অপু বিশ্বাসের সাথে তার বিয়ের কথা জানিয়েছেন বলে লক্ষ্য করা যায়। একটি অনলাইন পোর্টাল প্রতিবেদন করেছে 'আগামী মাসেই আমরা বিয়ে করছি: বাপ্পি' এই শিরোনামে। এর সূত্র ধরে সামাজিক মাধ্যম ফেসবুকেও বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে খবরটি ছড়ানো হচ্ছে।
বাপ্পী ও অপু বিশ্বাসকে নিয়ে প্রকাশিত শিরোনামগুলোতে তাদের বিয়ের কথা উল্লেখ করা হলেও মূলত খবরটি একটি চলচ্চিত্রের গল্পকে কেন্দ্র করে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু' চলচ্চিত্রে এই যুগল অভিনয় করেছেন। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। তাছাড়া বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের মূল খবরটিও পুরনো।
২০১৯ সালের ৭ অক্টোবরের আরটিভি অনলাইনের খবর অনুযায়ী, সেসময় রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটের আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে যান বাপ্পী ও অপু বিশ্বাস। সেখানে এক প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি জানান, 'আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু' মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।' মূলত আরটিভি অনলাইনের এই খবরকেই কপি করে নতুন করে এখন আবারও প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমোদন পেলেও এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।
সম্প্রতি চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যেখানে তিনি নায়িকা অপু বিশ্বাসের সাথে তার বিয়ের কথা জানিয়েছেন বলে লক্ষ্য করা যায়। একটি অনলাইন পোর্টাল প্রতিবেদন করেছে 'আগামী মাসেই আমরা বিয়ে করছি: বাপ্পি' এই শিরোনামে। এর সূত্র ধরে সামাজিক মাধ্যম ফেসবুকেও বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে খবরটি ছড়ানো হচ্ছে।
বাপ্পী ও অপু বিশ্বাসকে নিয়ে প্রকাশিত শিরোনামগুলোতে তাদের বিয়ের কথা উল্লেখ করা হলেও মূলত খবরটি একটি চলচ্চিত্রের গল্পকে কেন্দ্র করে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু' চলচ্চিত্রে এই যুগল অভিনয় করেছেন। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। তাছাড়া বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের মূল খবরটিও পুরনো।
২০১৯ সালের ৭ অক্টোবরের আরটিভি অনলাইনের খবর অনুযায়ী, সেসময় রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটের আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে যান বাপ্পী ও অপু বিশ্বাস। সেখানে এক প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি জানান, 'আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু' মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।' মূলত আরটিভি অনলাইনের এই খবরকেই কপি করে নতুন করে এখন আবারও প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমোদন পেলেও এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৭ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৪ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫