বিনোদন প্রতিবেদক
ঢাকা: ঈদের পরপরই নতুন সিনেমার শুটিং শুরু করেছেন অপু বিশ্বাস। নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। যেখানে অপুর নায়ক জয় চৌধুরী। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটিকে। তাঁদের নিয়ে ‘প্রেম প্রীতির বন্ধন’ পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।
সোমবার (১৭ মে) দুপুরে এফডিসির ৯ নম্বর ফ্লোরে জয়-অপুর নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হলো। শেষ লট হবে কুষ্টিয়ায়।
মাস দেড়েক আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। আওয়াজের চেয়ে কাজে বিশ্বাসী। তাই শুটিংয়ে নেমেই ঘোষণা দিলাম।
অপু বিশ্বাস
এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। এবার তিনি দেশের শীর্ষস্থানীয় এ নায়িকার বিপরীতে নায়ক হচ্ছেন।
ব্যক্তিগত জীবনের ঝামেলা দূরে রেখে রুপালি পর্দায় ব্যস্ত হতে চেয়েছিলেন ঢালিউড কুইন। তিনি নতুন প্রজন্মের নায়কদের সঙ্গে কাজ করছেন আগ্রহ নিয়েই। বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি হয়ে দুটি সিনেমায় অভিনয় করেছেন। বাপ্পী চৌধুরীর সঙ্গে সর্বশেষ ‘প্রিয় কমলা’ গত মাসে মুক্তি পায়।
এর আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সাইমন সাদিকের সঙ্গে ‘ওপারে চন্দ্রাবতী’ নামের একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন। অপু বিশ্বাস জুটি বেঁধেছেন নীরবের সঙ্গেও। তাঁরা প্রথম অভিনয় করেন ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমায়। এ জুটির দ্বিতীয় সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এটিরও শুটিং শেষ।
তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকার্ট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা গৌরব চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে। অপু বিশ্বাসের এই লাইন আপ দেখলে বোঝাই যায় তাঁর নির্ভরতা।
একটা সময় অপু বিশ্বাসকে বলা হতো ‘শাকিব খান’ নির্ভর নায়িকা। এরপর বিয়ে বিচ্ছেদের ঘটনা। অপু বিশ্বাস সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছেন। কিন্তু কতটা পারছেন?
কাউকে নির্ভর করে হয়ত কিছু দূর অগ্রসর হওয়া যায়। কিন্তু বহু দূর যাওয়া অসম্ভব। শাকিব খান আর আমার জুটিটা দর্শক পছন্দ করেছে। তাই আমরা সাফল্য পেয়েছি। কারো একক অবদানের উপর কোনো জুটি গড়ে উঠতে পারে না। শাকিব খানের পাশাপাশি এ জুটি জনপ্রিয় হয়ে উঠার পেছনে আমারও নিশ্চয়ই কিছু না কিছু অবদান আছে।
অপু বিশ্বাস
শাকিব খান ছাড়া কোনো সিনেমায় যেএকেবারেই সাফল্য পাননি, তা কিন্তু নয়। নায়ক মান্নার সঙ্গে ‘পিতা মাতার আমানত’ ও ‘বাবা মায়ের সন্তান’, রিয়াজের সঙ্গে ‘বাজাও বিয়ের বাজনা’, রিয়াজ ও ফেরদৌসের সঙ্গে ‘শুভ বিবাহ’, আমিন খানের সঙ্গে ‘পৃথিবী টাকার গোলাম’, কাজী মারুফের সঙ্গে ‘বড় লোকের মেয়ে গরীবের ছেলে’ অপু অভিনীত ব্যবসাসফল সিনেমা।
প্রায় নব্বইটির মতো সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। কিন্তু এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়ে গেছে অধরা। এ বিষয়ে আপনার মন্তব্য? এ বিষয়ে কী বলবেন অপু?
হয়তো জুরিবোর্ডের সদস্যরা আমার অভিনয় অত পছন্দ করেননি। তাই তাঁরা আমাকে পুরস্কার প্রদানের কথা ভাবেননি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেক বেশি সম্মানের। অভিনয় জীবনে এ ধরনের স্বীকৃতির প্রয়োজন আছে। এখন যেসব সিনেমায় অভিনয় করছি, সেগুলোর কোনোটি হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আসবে। আমি আশাবাদী।
অপু বিশ্বাস
ঢাকা: ঈদের পরপরই নতুন সিনেমার শুটিং শুরু করেছেন অপু বিশ্বাস। নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। যেখানে অপুর নায়ক জয় চৌধুরী। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটিকে। তাঁদের নিয়ে ‘প্রেম প্রীতির বন্ধন’ পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।
সোমবার (১৭ মে) দুপুরে এফডিসির ৯ নম্বর ফ্লোরে জয়-অপুর নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হলো। শেষ লট হবে কুষ্টিয়ায়।
মাস দেড়েক আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। আওয়াজের চেয়ে কাজে বিশ্বাসী। তাই শুটিংয়ে নেমেই ঘোষণা দিলাম।
অপু বিশ্বাস
এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। এবার তিনি দেশের শীর্ষস্থানীয় এ নায়িকার বিপরীতে নায়ক হচ্ছেন।
ব্যক্তিগত জীবনের ঝামেলা দূরে রেখে রুপালি পর্দায় ব্যস্ত হতে চেয়েছিলেন ঢালিউড কুইন। তিনি নতুন প্রজন্মের নায়কদের সঙ্গে কাজ করছেন আগ্রহ নিয়েই। বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি হয়ে দুটি সিনেমায় অভিনয় করেছেন। বাপ্পী চৌধুরীর সঙ্গে সর্বশেষ ‘প্রিয় কমলা’ গত মাসে মুক্তি পায়।
এর আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সাইমন সাদিকের সঙ্গে ‘ওপারে চন্দ্রাবতী’ নামের একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন। অপু বিশ্বাস জুটি বেঁধেছেন নীরবের সঙ্গেও। তাঁরা প্রথম অভিনয় করেন ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমায়। এ জুটির দ্বিতীয় সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এটিরও শুটিং শেষ।
তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকার্ট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা গৌরব চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে। অপু বিশ্বাসের এই লাইন আপ দেখলে বোঝাই যায় তাঁর নির্ভরতা।
একটা সময় অপু বিশ্বাসকে বলা হতো ‘শাকিব খান’ নির্ভর নায়িকা। এরপর বিয়ে বিচ্ছেদের ঘটনা। অপু বিশ্বাস সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছেন। কিন্তু কতটা পারছেন?
কাউকে নির্ভর করে হয়ত কিছু দূর অগ্রসর হওয়া যায়। কিন্তু বহু দূর যাওয়া অসম্ভব। শাকিব খান আর আমার জুটিটা দর্শক পছন্দ করেছে। তাই আমরা সাফল্য পেয়েছি। কারো একক অবদানের উপর কোনো জুটি গড়ে উঠতে পারে না। শাকিব খানের পাশাপাশি এ জুটি জনপ্রিয় হয়ে উঠার পেছনে আমারও নিশ্চয়ই কিছু না কিছু অবদান আছে।
অপু বিশ্বাস
শাকিব খান ছাড়া কোনো সিনেমায় যেএকেবারেই সাফল্য পাননি, তা কিন্তু নয়। নায়ক মান্নার সঙ্গে ‘পিতা মাতার আমানত’ ও ‘বাবা মায়ের সন্তান’, রিয়াজের সঙ্গে ‘বাজাও বিয়ের বাজনা’, রিয়াজ ও ফেরদৌসের সঙ্গে ‘শুভ বিবাহ’, আমিন খানের সঙ্গে ‘পৃথিবী টাকার গোলাম’, কাজী মারুফের সঙ্গে ‘বড় লোকের মেয়ে গরীবের ছেলে’ অপু অভিনীত ব্যবসাসফল সিনেমা।
প্রায় নব্বইটির মতো সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। কিন্তু এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়ে গেছে অধরা। এ বিষয়ে আপনার মন্তব্য? এ বিষয়ে কী বলবেন অপু?
হয়তো জুরিবোর্ডের সদস্যরা আমার অভিনয় অত পছন্দ করেননি। তাই তাঁরা আমাকে পুরস্কার প্রদানের কথা ভাবেননি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেক বেশি সম্মানের। অভিনয় জীবনে এ ধরনের স্বীকৃতির প্রয়োজন আছে। এখন যেসব সিনেমায় অভিনয় করছি, সেগুলোর কোনোটি হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আসবে। আমি আশাবাদী।
অপু বিশ্বাস
ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
২ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
২ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
৩ ঘণ্টা আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৭ ঘণ্টা আগে