অতিথি পাখির কলতানে মুখর চাঁদপুরের চরাঞ্চল
শীতের আগমনে অতিথি পাখিদের কলতানে মতলব উত্তরের চরাঞ্চল মুখরিত হয়ে উঠেছে। প্রকৃতিতে লেগেছে নান্দনিক ছোঁয়া। অতিথি পাখিদের বিচরণ আর চিক চিক শব্দে সাজ সাজ রব উঠেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকাশিম, বোরোচর, চরওমেদ, জহিরাবাদচর, চরহুরমহিষা, চরএলেন, চরজিংকিং, চরওয়েষ্টার, বাহেরচরে এখন পাখিদের হাট বসেছে।