শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুনে ৫ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫), মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)।