Ajker Patrika

জাকারবার্গের মেটা নিয়ে ট্রল করলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
জাকারবার্গের মেটা নিয়ে ট্রল করলেন ইলন মাস্ক

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মেটা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ নিয়ে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনেকেই ট্রল করছেন। এমনকি ইলন মাস্ক নিজেও এ নিয়ে মজা করতে ছাড়েননি!

এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তবে এর কারণ হলো, আমাদের সার্ভারগুলো ঠিকঠাক কাজ করছে!’

অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়েছে: ‘আমরা জানি আপনি কেন এখানে আছেন।’

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্ল্যাটফর্ম দুটি স্বাভাবিক হওয়ার পরও অনেকে লগ ইন করতে গিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন।

হঠাৎ করে ফেসবুকে প্রবেশ করতে না পেরে অনেকেই ভাবছিলেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে রাত পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’

তবে ইলন মুস্কের এক্স (টুইটার) ওই সময় ঠিকঠাক কাজ করায় বহু মানুষ সেখানে এসে তাঁদের সমস্যার কথা জানান। সেই সঙ্গে চলতে থাকে ট্রল।

অনেকে মজার মজার জিআইএফ এবং প্রচুর ভিড় বা ম্যারাথনের ছবি পোস্ট করেছেন, কারণ বহু মানুষ ফেসবুকের ব্যাপারে হালনাগাদ তথ্য জানতে এক্স প্ল্যাটফর্মে ভিড় করছিলেন। 

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ই বন্ধ হয়ে গেছে এবং সবাই এক্স–এর দিকে ছুটে আসছে।’

এক টুইটে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষ আমাদের পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’

এই বিভ্রাটের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মেটা। মেটা এখনও টুইটারে তার নিজস্ব কোনো চ্যানেলে এক ব্যাপারে হালনাগাদ কোনো পোস্ট দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত