প্রযুক্তি ডেস্ক
টেলিগ্রাম অ্যাপে বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেসেজিং এই প্ল্যাটফর্মের গ্রাহক দিন দিন বাড়ছেই। সম্প্রতি বিশ্বব্যাপী ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের ছয় ঘণ্টার বিভ্রাটে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম পেয়েছে নতুন সাত কোটি গ্রাহক।
টেলিগ্রাম অ্যাপের বিশেষ একটি সুবিধা হচ্ছে এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট সুবিধা। পিসি, লিনাক্স, ম্যাক থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইওএস পর্যন্ত এমন কোনো অপারেটিং সিস্টেম নেই যেখানে টেলিগ্রাম অ্যাপ সাপোর্ট করে না।এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে যোগাযোগ করার জন্য অনেকেই টেলিগ্রামের সিক্রেট চ্যাট অপশন ব্যবহার করে থাকেন।
টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য টেলিগ্রাম অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমে রেজিস্ট্রেশন অপশন আসবে।
রেজিস্ট্রেশনের জন্য আপনার ফোন নম্বর প্রদান করুন। এরপর টেলিগ্রাম থেকে কল বা মেসেজে আসা কোডটি প্রদান করুন ও ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করুন।
রেজিস্ট্রেশন হলে অ্যাপটিকে কাজ করার জন্য পারমিশন দিতে হয়। আপনার ডিভাইসে টেলিগ্রাম অ্যাপের পারমিশন অ্যাকসেস দিন।টেলিগ্রাম অ্যাপ আপনার ডিভাইসে চালু করার পর নিরাপত্তার জন্য দুটি সেটিংস সেট করে নিতে পারেন। একটি হলো টেলিগ্রাম পিন সেট করা এবং আরেকটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা।
টেলিগ্রাম অ্যাপে সাধারণ চ্যাটের পাশাপাশি রয়েছে চ্যানেল, বট প্রভৃতি। টেলিগ্রাম অ্যাপে প্রবেশের পর ডানদিকে নিচের কর্নারে থাকা পেনসিল আইকনে ক্লিক করে চ্যাট করা যায়। টেলিগ্রামে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০,০০০ জন সদস্য যুক্ত করা যায়। টেলিগ্রামের চ্যাটে প্রবেশ করে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করলে সার্চ, ক্লিয়ার হিস্টোরি, নোটিফিকেশন মিউট ,অডিও কল, ভিডিও কল প্রভৃতি অপশন পাওয়া যাবে।
টেলিগ্রাম অ্যাপে বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেসেজিং এই প্ল্যাটফর্মের গ্রাহক দিন দিন বাড়ছেই। সম্প্রতি বিশ্বব্যাপী ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের ছয় ঘণ্টার বিভ্রাটে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম পেয়েছে নতুন সাত কোটি গ্রাহক।
টেলিগ্রাম অ্যাপের বিশেষ একটি সুবিধা হচ্ছে এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট সুবিধা। পিসি, লিনাক্স, ম্যাক থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইওএস পর্যন্ত এমন কোনো অপারেটিং সিস্টেম নেই যেখানে টেলিগ্রাম অ্যাপ সাপোর্ট করে না।এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে যোগাযোগ করার জন্য অনেকেই টেলিগ্রামের সিক্রেট চ্যাট অপশন ব্যবহার করে থাকেন।
টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য টেলিগ্রাম অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমে রেজিস্ট্রেশন অপশন আসবে।
রেজিস্ট্রেশনের জন্য আপনার ফোন নম্বর প্রদান করুন। এরপর টেলিগ্রাম থেকে কল বা মেসেজে আসা কোডটি প্রদান করুন ও ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করুন।
রেজিস্ট্রেশন হলে অ্যাপটিকে কাজ করার জন্য পারমিশন দিতে হয়। আপনার ডিভাইসে টেলিগ্রাম অ্যাপের পারমিশন অ্যাকসেস দিন।টেলিগ্রাম অ্যাপ আপনার ডিভাইসে চালু করার পর নিরাপত্তার জন্য দুটি সেটিংস সেট করে নিতে পারেন। একটি হলো টেলিগ্রাম পিন সেট করা এবং আরেকটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা।
টেলিগ্রাম অ্যাপে সাধারণ চ্যাটের পাশাপাশি রয়েছে চ্যানেল, বট প্রভৃতি। টেলিগ্রাম অ্যাপে প্রবেশের পর ডানদিকে নিচের কর্নারে থাকা পেনসিল আইকনে ক্লিক করে চ্যাট করা যায়। টেলিগ্রামে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০,০০০ জন সদস্য যুক্ত করা যায়। টেলিগ্রামের চ্যাটে প্রবেশ করে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করলে সার্চ, ক্লিয়ার হিস্টোরি, নোটিফিকেশন মিউট ,অডিও কল, ভিডিও কল প্রভৃতি অপশন পাওয়া যাবে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৬ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৫ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৬ ঘণ্টা আগে