Ajker Patrika

টেলিগ্রাম অ্যাপ কী? 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯: ৪৩
টেলিগ্রাম অ্যাপ কী? 

টেলিগ্রাম অ্যাপে বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেসেজিং এই প্ল্যাটফর্মের গ্রাহক দিন দিন বাড়ছেই। সম্প্রতি বিশ্বব্যাপী ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের ছয় ঘণ্টার বিভ্রাটে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম পেয়েছে নতুন সাত কোটি গ্রাহক।

টেলিগ্রাম অ্যাপের বিশেষ একটি সুবিধা হচ্ছে এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট সুবিধা। পিসি, লিনাক্স, ম্যাক  থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইওএস পর্যন্ত এমন কোনো অপারেটিং সিস্টেম নেই যেখানে টেলিগ্রাম অ্যাপ সাপোর্ট করে না।এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে যোগাযোগ করার জন্য অনেকেই টেলিগ্রামের সিক্রেট চ্যাট অপশন ব্যবহার করে থাকেন।

টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য  টেলিগ্রাম অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমে রেজিস্ট্রেশন অপশন আসবে।

রেজিস্ট্রেশনের জন্য আপনার ফোন নম্বর প্রদান করুন। এরপর টেলিগ্রাম থেকে কল বা মেসেজে আসা কোডটি প্রদান করুন ও ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন হলে অ্যাপটিকে কাজ করার জন্য পারমিশন দিতে হয়। আপনার ডিভাইসে টেলিগ্রাম অ্যাপের পারমিশন অ্যাকসেস দিন।টেলিগ্রাম অ্যাপ আপনার ডিভাইসে চালু করার পর নিরাপত্তার জন্য দুটি সেটিংস সেট করে নিতে পারেন। একটি হলো টেলিগ্রাম পিন সেট করা এবং আরেকটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা।

টেলিগ্রাম অ্যাপে  সাধারণ চ্যাটের পাশাপাশি রয়েছে চ্যানেল, বট প্রভৃতি। টেলিগ্রাম অ্যাপে প্রবেশের পর ডানদিকে নিচের কর্নারে থাকা পেনসিল আইকনে ক্লিক করে  চ্যাট করা যায়। টেলিগ্রামে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০,০০০ জন সদস্য যুক্ত করা যায়। টেলিগ্রামের  চ্যাটে প্রবেশ করে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করলে সার্চ, ক্লিয়ার হিস্টোরি, নোটিফিকেশন মিউট ,অডিও কল, ভিডিও কল প্রভৃতি অপশন পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত