প্রযুক্তি ডেস্ক
ইউটিউব শর্টসের মাধ্যমে ক্রিয়েটররা ছোট ছোট ভিডিও আপ দিতে পারবেন। অর্থাৎ অনেকটা লাইকির মতোই শর্ট ভিডিও ইউটিউব গ্রাহকরাও আপ করতে পারবেন। ইউটিউব শর্টস বিষয়টি নতুন হওয়ায় অনেকে কীভাবে নিজের মোবাইলে এই ইউটিউব শর্টসের ভিডিও রেকর্ড করে আপ দিতে হবে জানেন না। আপনার মোবাইলে ইউটিউব শর্টস ভিডিও কীভাবে রেকর্ড করবেন তা এখানে দেওয়া হলো:
১. আপনার মোবাইলে ইউটিউবে সাইন ইন করুন।
২. প্লাস বাটন সংবলিত ক্রিয়েট বাটনে চাপ দিন।
৩. এরপর ক্যামেরা চিহ্নিত ক্রিয়েট এ শর্ট বিটা বাটনে চাপ দিন।
৪. আপনার শর্ট ভিডিও ১৫ সেকেন্ডের বড় দৈর্ঘ্যের করতে হলে রেকর্ড বাটনে ১৫ এর ওপর চেপে ৬০ সেকেন্ড পর্যন্ত টেনে নিন। তবে মনে রাখতে হবে ইউটিউব শর্টসের জন্য ইউটিউবের অডিও লাইব্রেরিতে মিউজিক বা অরিজিনাল অডিও ১৫ সেকেন্ড পর্যন্ত সীমিত করা আছে।
৫. আপনার রেকর্ডিংয়ের গতি বাড়ানো বা কমানোর জন্য স্পিড অপশনে চাপুন।
৬. রেকর্ড শুরুর কাউন্টডাউন এবং কখন রেকর্ডটি অটোমেটিক্যালি শেষ হবে তা নির্ধারণের জন্য টাইমার অপশনে চাপুন। টাইমার বিষয়টি আসলে অপশনাল।
৭.একটি ক্লিপ রেকর্ড করার জন্য ক্যাপচার বাটনে ধরে রাখুন অথবা বাটনটি রেকর্ড করার শুরুতে চাপুন এবং রেকর্ড শেষ করার সময় চাপুন।
৮. আনডু বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিও ক্লিপটি রিমুভ করুন অথবা রিডু বাটনে চাপ দিয়ে এটিকে পুনরায় সংযুক্ত করুন।
৯. ডান বাটনে চাপ দিয়ে আপনার ভিডিওটি প্রিভিউ করুন । এরপর যদি আরও কিছু যোগ করার প্রয়োজন পড়ে তাহলে নেক্সট বাটনে চাপুন।
১০ আপনার শর্ট ভিডিও এর একটি টাইটেল যুক্ত করুন। এটি সর্বোচ্চ ১০০ ক্যারেক্টারের হবে।
১১. এরপর আপলোড বাটনে চেপে শেষ করুন আপনার ইউটিউব শর্টস ভিডিও।
ইউটিউব শর্টসের মাধ্যমে ক্রিয়েটররা ছোট ছোট ভিডিও আপ দিতে পারবেন। অর্থাৎ অনেকটা লাইকির মতোই শর্ট ভিডিও ইউটিউব গ্রাহকরাও আপ করতে পারবেন। ইউটিউব শর্টস বিষয়টি নতুন হওয়ায় অনেকে কীভাবে নিজের মোবাইলে এই ইউটিউব শর্টসের ভিডিও রেকর্ড করে আপ দিতে হবে জানেন না। আপনার মোবাইলে ইউটিউব শর্টস ভিডিও কীভাবে রেকর্ড করবেন তা এখানে দেওয়া হলো:
১. আপনার মোবাইলে ইউটিউবে সাইন ইন করুন।
২. প্লাস বাটন সংবলিত ক্রিয়েট বাটনে চাপ দিন।
৩. এরপর ক্যামেরা চিহ্নিত ক্রিয়েট এ শর্ট বিটা বাটনে চাপ দিন।
৪. আপনার শর্ট ভিডিও ১৫ সেকেন্ডের বড় দৈর্ঘ্যের করতে হলে রেকর্ড বাটনে ১৫ এর ওপর চেপে ৬০ সেকেন্ড পর্যন্ত টেনে নিন। তবে মনে রাখতে হবে ইউটিউব শর্টসের জন্য ইউটিউবের অডিও লাইব্রেরিতে মিউজিক বা অরিজিনাল অডিও ১৫ সেকেন্ড পর্যন্ত সীমিত করা আছে।
৫. আপনার রেকর্ডিংয়ের গতি বাড়ানো বা কমানোর জন্য স্পিড অপশনে চাপুন।
৬. রেকর্ড শুরুর কাউন্টডাউন এবং কখন রেকর্ডটি অটোমেটিক্যালি শেষ হবে তা নির্ধারণের জন্য টাইমার অপশনে চাপুন। টাইমার বিষয়টি আসলে অপশনাল।
৭.একটি ক্লিপ রেকর্ড করার জন্য ক্যাপচার বাটনে ধরে রাখুন অথবা বাটনটি রেকর্ড করার শুরুতে চাপুন এবং রেকর্ড শেষ করার সময় চাপুন।
৮. আনডু বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিও ক্লিপটি রিমুভ করুন অথবা রিডু বাটনে চাপ দিয়ে এটিকে পুনরায় সংযুক্ত করুন।
৯. ডান বাটনে চাপ দিয়ে আপনার ভিডিওটি প্রিভিউ করুন । এরপর যদি আরও কিছু যোগ করার প্রয়োজন পড়ে তাহলে নেক্সট বাটনে চাপুন।
১০ আপনার শর্ট ভিডিও এর একটি টাইটেল যুক্ত করুন। এটি সর্বোচ্চ ১০০ ক্যারেক্টারের হবে।
১১. এরপর আপলোড বাটনে চেপে শেষ করুন আপনার ইউটিউব শর্টস ভিডিও।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টে হত্যা মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ভুয়া তথ্য উপস্থাপন করায় ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ আইনজীবী। রিশি নাথওয়ানি নামের এই আইনজীবী ‘কিংস কাউন্সেল’ মর্যাদা সম্পন্ন। আদালতে জমা দেওয়া তার লিখিত উপস্থাপনায় ছিল মনগড়া উদ্ধৃতি ও সম্পূর্ণ
৭ মিনিট আগেডিজিটাল যুগে প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে জীবনের নানা দিক। বর্তমানে বিনোদন, শিক্ষা, ব্যবসা কিংবা উপার্জনের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রভাব অপরিসীম। এরই মধ্যে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা একটি প্ল্যাটফর্ম হলো টিকটক। অল্প সময়ে অ্যাপটি তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে।
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৯ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
২১ ঘণ্টা আগে