প্রযুক্তি ডেস্ক
ইউটিউব শর্টসের মাধ্যমে ক্রিয়েটররা ছোট ছোট ভিডিও আপ দিতে পারবেন। অর্থাৎ অনেকটা লাইকির মতোই শর্ট ভিডিও ইউটিউব গ্রাহকরাও আপ করতে পারবেন। ইউটিউব শর্টস বিষয়টি নতুন হওয়ায় অনেকে কীভাবে নিজের মোবাইলে এই ইউটিউব শর্টসের ভিডিও রেকর্ড করে আপ দিতে হবে জানেন না। আপনার মোবাইলে ইউটিউব শর্টস ভিডিও কীভাবে রেকর্ড করবেন তা এখানে দেওয়া হলো:
১. আপনার মোবাইলে ইউটিউবে সাইন ইন করুন।
২. প্লাস বাটন সংবলিত ক্রিয়েট বাটনে চাপ দিন।
৩. এরপর ক্যামেরা চিহ্নিত ক্রিয়েট এ শর্ট বিটা বাটনে চাপ দিন।
৪. আপনার শর্ট ভিডিও ১৫ সেকেন্ডের বড় দৈর্ঘ্যের করতে হলে রেকর্ড বাটনে ১৫ এর ওপর চেপে ৬০ সেকেন্ড পর্যন্ত টেনে নিন। তবে মনে রাখতে হবে ইউটিউব শর্টসের জন্য ইউটিউবের অডিও লাইব্রেরিতে মিউজিক বা অরিজিনাল অডিও ১৫ সেকেন্ড পর্যন্ত সীমিত করা আছে।
৫. আপনার রেকর্ডিংয়ের গতি বাড়ানো বা কমানোর জন্য স্পিড অপশনে চাপুন।
৬. রেকর্ড শুরুর কাউন্টডাউন এবং কখন রেকর্ডটি অটোমেটিক্যালি শেষ হবে তা নির্ধারণের জন্য টাইমার অপশনে চাপুন। টাইমার বিষয়টি আসলে অপশনাল।
৭.একটি ক্লিপ রেকর্ড করার জন্য ক্যাপচার বাটনে ধরে রাখুন অথবা বাটনটি রেকর্ড করার শুরুতে চাপুন এবং রেকর্ড শেষ করার সময় চাপুন।
৮. আনডু বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিও ক্লিপটি রিমুভ করুন অথবা রিডু বাটনে চাপ দিয়ে এটিকে পুনরায় সংযুক্ত করুন।
৯. ডান বাটনে চাপ দিয়ে আপনার ভিডিওটি প্রিভিউ করুন । এরপর যদি আরও কিছু যোগ করার প্রয়োজন পড়ে তাহলে নেক্সট বাটনে চাপুন।
১০ আপনার শর্ট ভিডিও এর একটি টাইটেল যুক্ত করুন। এটি সর্বোচ্চ ১০০ ক্যারেক্টারের হবে।
১১. এরপর আপলোড বাটনে চেপে শেষ করুন আপনার ইউটিউব শর্টস ভিডিও।
ইউটিউব শর্টসের মাধ্যমে ক্রিয়েটররা ছোট ছোট ভিডিও আপ দিতে পারবেন। অর্থাৎ অনেকটা লাইকির মতোই শর্ট ভিডিও ইউটিউব গ্রাহকরাও আপ করতে পারবেন। ইউটিউব শর্টস বিষয়টি নতুন হওয়ায় অনেকে কীভাবে নিজের মোবাইলে এই ইউটিউব শর্টসের ভিডিও রেকর্ড করে আপ দিতে হবে জানেন না। আপনার মোবাইলে ইউটিউব শর্টস ভিডিও কীভাবে রেকর্ড করবেন তা এখানে দেওয়া হলো:
১. আপনার মোবাইলে ইউটিউবে সাইন ইন করুন।
২. প্লাস বাটন সংবলিত ক্রিয়েট বাটনে চাপ দিন।
৩. এরপর ক্যামেরা চিহ্নিত ক্রিয়েট এ শর্ট বিটা বাটনে চাপ দিন।
৪. আপনার শর্ট ভিডিও ১৫ সেকেন্ডের বড় দৈর্ঘ্যের করতে হলে রেকর্ড বাটনে ১৫ এর ওপর চেপে ৬০ সেকেন্ড পর্যন্ত টেনে নিন। তবে মনে রাখতে হবে ইউটিউব শর্টসের জন্য ইউটিউবের অডিও লাইব্রেরিতে মিউজিক বা অরিজিনাল অডিও ১৫ সেকেন্ড পর্যন্ত সীমিত করা আছে।
৫. আপনার রেকর্ডিংয়ের গতি বাড়ানো বা কমানোর জন্য স্পিড অপশনে চাপুন।
৬. রেকর্ড শুরুর কাউন্টডাউন এবং কখন রেকর্ডটি অটোমেটিক্যালি শেষ হবে তা নির্ধারণের জন্য টাইমার অপশনে চাপুন। টাইমার বিষয়টি আসলে অপশনাল।
৭.একটি ক্লিপ রেকর্ড করার জন্য ক্যাপচার বাটনে ধরে রাখুন অথবা বাটনটি রেকর্ড করার শুরুতে চাপুন এবং রেকর্ড শেষ করার সময় চাপুন।
৮. আনডু বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিও ক্লিপটি রিমুভ করুন অথবা রিডু বাটনে চাপ দিয়ে এটিকে পুনরায় সংযুক্ত করুন।
৯. ডান বাটনে চাপ দিয়ে আপনার ভিডিওটি প্রিভিউ করুন । এরপর যদি আরও কিছু যোগ করার প্রয়োজন পড়ে তাহলে নেক্সট বাটনে চাপুন।
১০ আপনার শর্ট ভিডিও এর একটি টাইটেল যুক্ত করুন। এটি সর্বোচ্চ ১০০ ক্যারেক্টারের হবে।
১১. এরপর আপলোড বাটনে চেপে শেষ করুন আপনার ইউটিউব শর্টস ভিডিও।
আমাদের পরিচিত পৃথিবীকে পরিবর্তন করছে এআই। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে নতুনভাবে গঠন করছে, কাজগুলোকে সহজ করছে। তবে প্রযুক্তি খাতে নিয়োগেরও ক্ষেত্রেও ভূমিকা রাখছে এআই। কারণ, চাকরির অনলাইন সাক্ষাৎকারে এআই দিয়ে প্রতারণা করছে প্রার্থীরা। বিশেষ করে দূরবর্তী ইন্টারভিউয়ের (রিমোট ইন্টারভিউ বা অনলাইন সাক্ষাৎক
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি ইনস্টিটিউটের (এআইএসআই) অংশীদারির মধ্যে থাকা বিজ্ঞানীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। নতুন শর্তাবলিতে গবেষকদের কাজের ক্ষেত্র থেকে ‘এআই নিরাপত্তা’, ‘দায়িত্বশীল এআই’ ও ‘এআই ন্যায্যতা’ বি
১১ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান আইনি যুদ্ধের নতুন মোড় নিয়েছে। দুই পক্ষই সম্মত হয়েছে যে, ওপেনএআই এর লাভজনক মডেলে রূপান্তরের বিষয়টি নিয়ে একটি দ্রুত বিচারকার্য অনুষ্ঠিত হবে, যা তাদের বিরোধকে আদালতের মাধ্যমে সমাধান করতে সাহায্য করবে।
১৩ ঘণ্টা আগেইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসম্মুখে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন কমিউনিটি নোটসের লেখার এবং রেটিং করার..
১৪ ঘণ্টা আগে