প্রযুক্তি ডেস্ক
টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার প্রধান ইলন মাস্কের। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠকের পর সমঝোতায় পৌঁছান ইলন মাস্ক। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টিম কুককে ধন্যবাদ জানিয়ে অ্যাপলের প্রধান কার্যালয় ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেন মাস্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক নিজের টুইটে লিখেছে—‘টিম কুক পরিষ্কার করে জানিয়েছেন, অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপকে স্থগিত করার কোনো পরিকল্পনাই অ্যাপলের ছিল না।’
গত ২৮ নভেম্বর মাস্ক তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছিলেন, অ্যাপল অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ স্থগিত করার হুমকি দিয়েছে। তবে এই হুমকির কোনো কারণও অ্যাপল জানায়নি। এ ছাড়া, টুইটারে অ্যাপল তাঁদের সিংহভাগ বিজ্ঞাপনও বন্ধ করে দিয়েছে। পরে তিনি এক টুইটে কুককে ট্যাগ করে লিখেন, ‘কি হচ্ছে এখানে?’
এর আগে, মাস্ক অ্যাপলের বিরুদ্ধে অ্যাপ ব্যবহার করে কেনাকাটার জন্য সফটওয়্যার ডেভেলপারদের থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফি চার্জ করার অভিযোগ আনেন। মাস্ক আরেক টুইটে জানান, কমিশন দেওয়ার পরিবর্তে তিনি অ্যাপলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত। তবে অ্যাপল মাস্কের টুইটের জবাবে কোনো মন্তব্য করেনি।
টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার প্রধান ইলন মাস্কের। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠকের পর সমঝোতায় পৌঁছান ইলন মাস্ক। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টিম কুককে ধন্যবাদ জানিয়ে অ্যাপলের প্রধান কার্যালয় ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেন মাস্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক নিজের টুইটে লিখেছে—‘টিম কুক পরিষ্কার করে জানিয়েছেন, অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপকে স্থগিত করার কোনো পরিকল্পনাই অ্যাপলের ছিল না।’
গত ২৮ নভেম্বর মাস্ক তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছিলেন, অ্যাপল অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ স্থগিত করার হুমকি দিয়েছে। তবে এই হুমকির কোনো কারণও অ্যাপল জানায়নি। এ ছাড়া, টুইটারে অ্যাপল তাঁদের সিংহভাগ বিজ্ঞাপনও বন্ধ করে দিয়েছে। পরে তিনি এক টুইটে কুককে ট্যাগ করে লিখেন, ‘কি হচ্ছে এখানে?’
এর আগে, মাস্ক অ্যাপলের বিরুদ্ধে অ্যাপ ব্যবহার করে কেনাকাটার জন্য সফটওয়্যার ডেভেলপারদের থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফি চার্জ করার অভিযোগ আনেন। মাস্ক আরেক টুইটে জানান, কমিশন দেওয়ার পরিবর্তে তিনি অ্যাপলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত। তবে অ্যাপল মাস্কের টুইটের জবাবে কোনো মন্তব্য করেনি।
জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে বিশাল অবকাঠামো নির্মাণে ব্যয় সামলাতে এবার বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে চাচ্ছে মেটা। এই পরিকল্পনার অংশ হিসেবে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ডেটা সেন্টারের সম্পদ বিক্রির পরিকল্পনা করেছে কোম্পানি। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মেটার এক...
৫ ঘণ্টা আগেইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
২ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
২ দিন আগে