প্রযুক্তি ডেস্ক
প্রথমে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টারে প্রবেশ করুন। তারপর ‘হোয়াট ইজ এ ভেরিফায়েড পেজ অর প্রোফাইল’ লিখে সার্চ করুন। এর পর ‘হাউ পেজেস অর প্রোফাইলস আর ভেরিফায়েড’ অপশনে ক্লিক করুন। এখন ‘হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফায়েড ব্যাজ’-এ ক্লিক করুন। তারপর কনটাক্ট ফরম সিলেক্ট করে নিন। এই কনটাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
এই ফরম পূরণের মধ্য দিয়েই আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাই করার আবেদনটি ফেসবুকের দপ্তরে জমা পড়ল। এবার আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুকের দিক থেকে জবাবের জন্য। সব ঠিক থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফায়েড হবে। ফলে আপনি ব্লু ব্যাজ পাবেন।
ফেসবুক প্রোফাইল ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফর্ম পূরণ করবেন যেভাবে—
১. আপনার প্রোফাইল নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে প্রোফাইলের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান, তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।
ফেসবুক পেজ ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফরম পূরণ করবেন যেভাবে—
১. আপনার পেজ নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে অফিশিয়াল পেজের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—ট্যাক্স এক্সেম্পশন ডকুমেন্টস, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। তবে মনে রাখতে হবে কনটাক্ট ফরমে ভুল তথ্য দিলে আপনার প্রোফাইল বা পেজ ভেরিফাই হবে না। বরং আপনার প্রোফাইল বা পেজ ডিলিট করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:
প্রথমে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টারে প্রবেশ করুন। তারপর ‘হোয়াট ইজ এ ভেরিফায়েড পেজ অর প্রোফাইল’ লিখে সার্চ করুন। এর পর ‘হাউ পেজেস অর প্রোফাইলস আর ভেরিফায়েড’ অপশনে ক্লিক করুন। এখন ‘হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফায়েড ব্যাজ’-এ ক্লিক করুন। তারপর কনটাক্ট ফরম সিলেক্ট করে নিন। এই কনটাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
এই ফরম পূরণের মধ্য দিয়েই আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাই করার আবেদনটি ফেসবুকের দপ্তরে জমা পড়ল। এবার আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুকের দিক থেকে জবাবের জন্য। সব ঠিক থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফায়েড হবে। ফলে আপনি ব্লু ব্যাজ পাবেন।
ফেসবুক প্রোফাইল ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফর্ম পূরণ করবেন যেভাবে—
১. আপনার প্রোফাইল নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে প্রোফাইলের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান, তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।
ফেসবুক পেজ ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফরম পূরণ করবেন যেভাবে—
১. আপনার পেজ নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে অফিশিয়াল পেজের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—ট্যাক্স এক্সেম্পশন ডকুমেন্টস, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। তবে মনে রাখতে হবে কনটাক্ট ফরমে ভুল তথ্য দিলে আপনার প্রোফাইল বা পেজ ভেরিফাই হবে না। বরং আপনার প্রোফাইল বা পেজ ডিলিট করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৪ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে