প্রযুক্তি ডেস্ক
প্রথমে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টারে প্রবেশ করুন। তারপর ‘হোয়াট ইজ এ ভেরিফায়েড পেজ অর প্রোফাইল’ লিখে সার্চ করুন। এর পর ‘হাউ পেজেস অর প্রোফাইলস আর ভেরিফায়েড’ অপশনে ক্লিক করুন। এখন ‘হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফায়েড ব্যাজ’-এ ক্লিক করুন। তারপর কনটাক্ট ফরম সিলেক্ট করে নিন। এই কনটাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
এই ফরম পূরণের মধ্য দিয়েই আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাই করার আবেদনটি ফেসবুকের দপ্তরে জমা পড়ল। এবার আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুকের দিক থেকে জবাবের জন্য। সব ঠিক থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফায়েড হবে। ফলে আপনি ব্লু ব্যাজ পাবেন।
ফেসবুক প্রোফাইল ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফর্ম পূরণ করবেন যেভাবে—
১. আপনার প্রোফাইল নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে প্রোফাইলের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান, তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।
ফেসবুক পেজ ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফরম পূরণ করবেন যেভাবে—
১. আপনার পেজ নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে অফিশিয়াল পেজের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—ট্যাক্স এক্সেম্পশন ডকুমেন্টস, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। তবে মনে রাখতে হবে কনটাক্ট ফরমে ভুল তথ্য দিলে আপনার প্রোফাইল বা পেজ ভেরিফাই হবে না। বরং আপনার প্রোফাইল বা পেজ ডিলিট করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:
প্রথমে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টারে প্রবেশ করুন। তারপর ‘হোয়াট ইজ এ ভেরিফায়েড পেজ অর প্রোফাইল’ লিখে সার্চ করুন। এর পর ‘হাউ পেজেস অর প্রোফাইলস আর ভেরিফায়েড’ অপশনে ক্লিক করুন। এখন ‘হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফায়েড ব্যাজ’-এ ক্লিক করুন। তারপর কনটাক্ট ফরম সিলেক্ট করে নিন। এই কনটাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
এই ফরম পূরণের মধ্য দিয়েই আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাই করার আবেদনটি ফেসবুকের দপ্তরে জমা পড়ল। এবার আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুকের দিক থেকে জবাবের জন্য। সব ঠিক থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফায়েড হবে। ফলে আপনি ব্লু ব্যাজ পাবেন।
ফেসবুক প্রোফাইল ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফর্ম পূরণ করবেন যেভাবে—
১. আপনার প্রোফাইল নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে প্রোফাইলের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান, তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।
ফেসবুক পেজ ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফরম পূরণ করবেন যেভাবে—
১. আপনার পেজ নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে অফিশিয়াল পেজের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—ট্যাক্স এক্সেম্পশন ডকুমেন্টস, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। তবে মনে রাখতে হবে কনটাক্ট ফরমে ভুল তথ্য দিলে আপনার প্রোফাইল বা পেজ ভেরিফাই হবে না। বরং আপনার প্রোফাইল বা পেজ ডিলিট করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় এক দশক পর তাদের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে। গতকাল ১২ মে থেকে এই নতুন আইকন ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
২ ঘণ্টা আগেবিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটরটি প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস ২০২৫-সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় আগামী ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ শিথিল হলেও, প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজের দাম বাড়াতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
৪ ঘণ্টা আগে