প্রযুক্তি ডেস্ক
ব্লু টিক সাবস্ক্রাইবাররা অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। এ সুবিধার ফলে টুইটারে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন দেখার বদলে ফলো করা প্রোফাইলের টুইট বেশি দেখতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবাররা।
প্রযুক্তি বিষয়ক টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ব্লু টিক সাবস্ক্রাইবারদের বাড়তি সুবিধা দেওয়ার কথা বলে আসছেন। এরই ধারাবাহিকতায় এখন থেকে ব্লু টিক সাবস্ক্রাইবাররা তাঁদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন। নতুন এ সুবিধার ফলে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন অন্যদের তুলনায় কম দেখা গেলেও এক্সপ্লোর পেজের প্রোমোটেড ইভেন্টস, প্রোমোটেড অ্যাকাউন্টস ও ট্রেন্ডস, প্রোফাইলে থাকা বিজ্ঞাপন আগের মতোই দেখতে পাবেন ব্লু টিক সাবস্ক্রাইবাররা।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
ব্লু টিক সাবস্ক্রাইবাররা অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। এ সুবিধার ফলে টুইটারে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন দেখার বদলে ফলো করা প্রোফাইলের টুইট বেশি দেখতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবাররা।
প্রযুক্তি বিষয়ক টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ব্লু টিক সাবস্ক্রাইবারদের বাড়তি সুবিধা দেওয়ার কথা বলে আসছেন। এরই ধারাবাহিকতায় এখন থেকে ব্লু টিক সাবস্ক্রাইবাররা তাঁদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন। নতুন এ সুবিধার ফলে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন অন্যদের তুলনায় কম দেখা গেলেও এক্সপ্লোর পেজের প্রোমোটেড ইভেন্টস, প্রোমোটেড অ্যাকাউন্টস ও ট্রেন্ডস, প্রোফাইলে থাকা বিজ্ঞাপন আগের মতোই দেখতে পাবেন ব্লু টিক সাবস্ক্রাইবাররা।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
অ্যাপল তার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস–১৬-এর নতুন সংস্করণগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি নতুন ইন্টারফেস আনবে।
৪ ঘণ্টা আগেবিশ্বের অধিকাংশ কিশোর–কিশোরীদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অ্যাপটি তরুণদের রাতের বেলা ‘ডুমস্ক্রোলিং’ (অর্থাৎ, অযথা স্ক্রল করা) থামানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে রাতের বেলা কিশোর–কিশোরদের অ্যাকাউন্টে ভিডিও দেখানোর পরিবর্তে সম্পূর্ণে স্ক্রিনে একটি মেসেজ দেখাবে। এই মেসেজ
৪ ঘণ্টা আগেডিজিটাল যুগে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট, মেসেজ, ইমেইলের—প্রতিটি নোটিফিকেশনের জন্য উন্মুখ হয়ে থাকেন অনেকেই। প্রথমে মনে হয়—এটা হয়তো এক ধরনের স্বাভাবিক অভ্যাস। তবে প্রতিটি নোটিফিকেশনের শব্দ বা ভাইব্রেশন আসলে মনের গভীরে থাকা কিছু অজানা উদ্বেগকে বাড়ি
৫ ঘণ্টা আগেশক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট
৯ ঘণ্টা আগে