Ajker Patrika

ইউটিউব শর্টস মনিটাইজেশনের নতুন নীতিমালা

মাহিন আলম
ইউটিউব শর্টস মনিটাইজেশনের নতুন নীতিমালা

টিকটকের জনপ্রিয়তা যখন তুঙ্গে, ইউটিউব তখন যুক্ত করেছে নতুন ফিচার, নাম ইউটিউব শর্টস। আসলে ইউটিউব শর্টস ভিডিওর মাধ্যমে সাধারণত ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা হয়, যদিও এই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও থেকে কোনো আয় হয় না। সে ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি থেকে সংস্থাটি ৫৯ সেকেন্ড, অর্থাৎ প্রায় ১ মিনিটের শর্ট ভিডিওগুলোর ক্ষেত্রে আয় করার সুযোগ করে দিয়েছে; মানে এখন থেকে মিনিটের পর মিনিট ধরে ভিডিও না বানালেও কনটেন্ট ক্রিয়েটররা আয় করতে পারবেন। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউটিউব শর্টস মনিটাইজেশন প্রক্রিয়ায় আগ্রহী ইউজারদের শর্ট অ্যাড রেভিনিউর টার্মস ও কন্ডিশন ফরম পূরণ করতে হবে। তা-ও আবার ১০ জুলাইয়ের মধ্যে। এর মধ্যে কেউ যদি এ ফরম পূরণ না করেন, তাহলে তিনি ইউটিউব শর্টস থেকে আয় করতে পারবেন না। এমনকি তাঁদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাগ্রিমেন্ট থেকে সরিয়ে দেওয়া হবে।

নীতিমালা ২০২৩
ইউটিউব শর্টস থেকে টাকা আয় করার জন্য ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পেতে হবে। এ জন্য ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লিকেশনের নতুন শর্ত পূরণ করতে হবে।

২০১৮ সালের আগে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া অনেক সহজ ছিল। সে সময় একটি ইউটিউব চ্যানেলের মোট ১০ হাজার ভিউ হলে ওই চ্যানেলটির মনিটাইজেশনের জন্য আবেদন করা যেত। কিন্তু এখন একটি ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স বা মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক শর্ত পূরণ করতে হবে। যেমন ইউটিউব ভিডিও দেখার পরিমাণ চার হাজার ঘণ্টা হতে হবে। এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে হবে শেষ এক বছরের মধ্যে। এরপর ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করা যাবে।

আরও যেসব নিয়ম মানতে হবে

  • অন্যের ভিডিও, অডিও, ছবি ব্যবহার করা যাবে না।
  • কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করতে হবে।
  • অন্যের কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে।
  • অশ্লীল ভিডিও বা ছবি ব্যবহার করা যাবে না।
  • সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত শেয়ার করা যাবে না।
  • হ্যাকিং-সম্পর্কিত ভিডিও বানানো যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত