প্রযুক্তি ডেস্ক
টানা এক দশক একাই রাজত্ব করে গেছেন সুইডিশ ইউটিউবার পিউডিপাই (PewDiePie)। অবশেষে মিস্টার বিস্টের কাছে ‘প্রত্যাশিত’ পরাজয় মেনে নিতে হলো তাঁকে। মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার এখন ১১২ মিলিয়ন! তিনি এখন শীর্ষ ইউটিউবার।
সুইডিশ কনটেন্ট ক্রিয়েটর পিউডিপাইয়ের আসল নাম ফেলিক্স কেজেলবার্গ। গেমিং রিয়েকশনের ভিডিও বানান তিনি। ২০১৩ সালের আগস্টে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবে শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের মর্যাদা পান তিনি। ২০১৯ সালে প্রথম ইউটিউবার হিসেবে ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবার পান তিনি। বর্তমানে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১১১ মিলিয়ন।
কনটেন্টের দিকে থেকে মিস্টার বিস্ট (MrBeast) আলাদা। তিনি মূলত জনহিতকর কাজ করে বেড়ান। জিমি ডোনাল্ডসন নামে এই মার্কিন ইউটিউবার চলতি মাসেই ১১২ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়ে ফেলেন।
মিস্টার বিস্টের ভিডিওগুলো সাধারণ বিশাল অঙ্কের নগদ উপহার এবং পুরস্কারে ভরা। দাতব্য কাজ সম্পর্কিত ভিডিও আছে প্রচুর।
২০২১ সালে শুধু জনহিতৈষীমূলক কর্মকাণ্ডযুক্ত ইউটিউব চ্যানেল চালু করেন মিস্টার বিস্ট। সেটিরও ১০ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তাঁর একটি লাইসেন্সকৃত দাতব্য সংস্থা রয়েছে। একটি ফুড ব্যাংকও পরিচালনা করেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে এর কার্যক্রম রয়েছে।
আরেক ইউটিউবার মার্ক রবারের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতামূলক তহবিল সংগ্রহকারী TeamSeas এবং TeamTrees গঠন করেছেন মিস্টার বিস্ট। সারা বিশ্বে পরিবেশগত সমস্যাগুলো নিয়ে কাজ করে প্রথম সংগঠনটি। দ্বিতীয়টি বিশ্বব্যাপী ২০ মিলিয়ন গাছ লাগানোর জন্য ২৪ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে ৷ পিউডিপাই নিজেও এই তহবিলে প্রায় ৭০ হাজার ডলার দান করেছেন।
অবশ্য নতুন মাইলফলক সম্পর্কে কোনো পক্ষই এখনো মন্তব্য করেনি। যদিও পিউডিপাই বেশ আগেই বলেছিলেন, মিস্টার বিস্ট শিগগির তাঁকে ‘অবশ্যই’ ছাড়িয়ে যাবেন। গত আগস্টে একটি ভিডিওতে তিনি রসিকতা করে বলেন, ‘এটি (অপেক্ষা) শেষ হওয়ার জন্য আর তর সইছে না। তিনি (মিস্টার বিস্ট) অবশ্যই এরর যোগ্য। আমি আশা করি, তিনি সেটি করবেন।’
একক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মিস্টার বিস্ট ইউটিউবে এখন সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের মালিক হলেও সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল থেকে এখনো বেশ দূরে আছেন।
ভারতীয় মিউজিক ভিডিও প্রকাশনা সংস্থা টি-সিরিজের সাবস্ক্রাইবার ২০০ মিলিয়নেরও বেশি।
শীর্ষ ইউটিউবারের মুকুট নিয়ে দুজনের মধ্যে আপাত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও টি-সিরিজ যখন শীর্ষে চলে যায় তখন মিস্টার বিস্ট প্রকাশ্যেই পিউডিপাইয়ের পক্ষ নিয়েছিলেন।
২০১৮ সালে পিউডিপাই শীর্ষ ইউটিউব চ্যানেলের মালিক ছিলেন। ওই সময় শীর্ষস্থান নিয়ে টি-সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এ নিয়ে কম উত্তেজনা ছড়ায়নি!
তখন মিস্টার বিস্ট ছিলেন প্রথম কোনো বিশিষ্ট ইউটিউবার যিনি পিউডিপাইকে সমর্থন করে ভিডিও বানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় রেডিও বিজ্ঞাপন এবং বিলবোর্ড কিনেছিলেন। সবাইকে পিউডিপাই সাবস্ক্রাইব করার অনুরোধ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, মৌলিক কনটেন্টকে বাঁচিয়ে রাখতে পিউডিপাইকে সমর্থন করুন।
টানা এক দশক একাই রাজত্ব করে গেছেন সুইডিশ ইউটিউবার পিউডিপাই (PewDiePie)। অবশেষে মিস্টার বিস্টের কাছে ‘প্রত্যাশিত’ পরাজয় মেনে নিতে হলো তাঁকে। মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার এখন ১১২ মিলিয়ন! তিনি এখন শীর্ষ ইউটিউবার।
সুইডিশ কনটেন্ট ক্রিয়েটর পিউডিপাইয়ের আসল নাম ফেলিক্স কেজেলবার্গ। গেমিং রিয়েকশনের ভিডিও বানান তিনি। ২০১৩ সালের আগস্টে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবে শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের মর্যাদা পান তিনি। ২০১৯ সালে প্রথম ইউটিউবার হিসেবে ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবার পান তিনি। বর্তমানে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১১১ মিলিয়ন।
কনটেন্টের দিকে থেকে মিস্টার বিস্ট (MrBeast) আলাদা। তিনি মূলত জনহিতকর কাজ করে বেড়ান। জিমি ডোনাল্ডসন নামে এই মার্কিন ইউটিউবার চলতি মাসেই ১১২ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়ে ফেলেন।
মিস্টার বিস্টের ভিডিওগুলো সাধারণ বিশাল অঙ্কের নগদ উপহার এবং পুরস্কারে ভরা। দাতব্য কাজ সম্পর্কিত ভিডিও আছে প্রচুর।
২০২১ সালে শুধু জনহিতৈষীমূলক কর্মকাণ্ডযুক্ত ইউটিউব চ্যানেল চালু করেন মিস্টার বিস্ট। সেটিরও ১০ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তাঁর একটি লাইসেন্সকৃত দাতব্য সংস্থা রয়েছে। একটি ফুড ব্যাংকও পরিচালনা করেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে এর কার্যক্রম রয়েছে।
আরেক ইউটিউবার মার্ক রবারের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতামূলক তহবিল সংগ্রহকারী TeamSeas এবং TeamTrees গঠন করেছেন মিস্টার বিস্ট। সারা বিশ্বে পরিবেশগত সমস্যাগুলো নিয়ে কাজ করে প্রথম সংগঠনটি। দ্বিতীয়টি বিশ্বব্যাপী ২০ মিলিয়ন গাছ লাগানোর জন্য ২৪ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে ৷ পিউডিপাই নিজেও এই তহবিলে প্রায় ৭০ হাজার ডলার দান করেছেন।
অবশ্য নতুন মাইলফলক সম্পর্কে কোনো পক্ষই এখনো মন্তব্য করেনি। যদিও পিউডিপাই বেশ আগেই বলেছিলেন, মিস্টার বিস্ট শিগগির তাঁকে ‘অবশ্যই’ ছাড়িয়ে যাবেন। গত আগস্টে একটি ভিডিওতে তিনি রসিকতা করে বলেন, ‘এটি (অপেক্ষা) শেষ হওয়ার জন্য আর তর সইছে না। তিনি (মিস্টার বিস্ট) অবশ্যই এরর যোগ্য। আমি আশা করি, তিনি সেটি করবেন।’
একক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মিস্টার বিস্ট ইউটিউবে এখন সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের মালিক হলেও সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল থেকে এখনো বেশ দূরে আছেন।
ভারতীয় মিউজিক ভিডিও প্রকাশনা সংস্থা টি-সিরিজের সাবস্ক্রাইবার ২০০ মিলিয়নেরও বেশি।
শীর্ষ ইউটিউবারের মুকুট নিয়ে দুজনের মধ্যে আপাত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও টি-সিরিজ যখন শীর্ষে চলে যায় তখন মিস্টার বিস্ট প্রকাশ্যেই পিউডিপাইয়ের পক্ষ নিয়েছিলেন।
২০১৮ সালে পিউডিপাই শীর্ষ ইউটিউব চ্যানেলের মালিক ছিলেন। ওই সময় শীর্ষস্থান নিয়ে টি-সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এ নিয়ে কম উত্তেজনা ছড়ায়নি!
তখন মিস্টার বিস্ট ছিলেন প্রথম কোনো বিশিষ্ট ইউটিউবার যিনি পিউডিপাইকে সমর্থন করে ভিডিও বানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় রেডিও বিজ্ঞাপন এবং বিলবোর্ড কিনেছিলেন। সবাইকে পিউডিপাই সাবস্ক্রাইব করার অনুরোধ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, মৌলিক কনটেন্টকে বাঁচিয়ে রাখতে পিউডিপাইকে সমর্থন করুন।
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল সম্প্রতি তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে লিপ-বু ট্যানকে নিয়োগ দিয়েছে। এই দায়িত্ব পালনের জন্য ট্যানকে ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলার বেতন দেওয়া হবে এবং তিনি ২ মিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক ক্যাশ বোনাসের জন্য যোগ্য হবেন। কোম্পানির একটি নিয়ন্ত্রক...
২ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
২ দিন আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
২ দিন আগে