প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের ডিভাইসগুলোতে এসেছে টুইটারের নতুন আপডেট। টুইটারের ‘ব্লু সাবস্ক্রিপশন’–এর নির্ধারিত ফি বলা আছে আপডেটটিতে। ব্লু টিক সাবস্ক্রিপশন ফি নিয়ে নানা সমালোচনা হলেও সব উপেক্ষা করে ইলন মাস্ক শেষ পর্যন্ত অটল থেকেছেন তাঁর সিদ্ধান্তে।
আগে শুধু তারকা, করপোরেট অফিশিয়াল এবং বিখ্যাত ব্যক্তিদের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই এই ব্লু টিক বরাদ্দ ছিল। তবে এখন মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচের বিনিময়ে যে কেউই টুইটার প্রোফাইলে পেতে পারেন ব্লু টিক। নানাবিধ সমালোচনায় সোশ্যাল মিডিয়া মুখরিত হলেও ব্লু টিক সাবস্ক্রাইবারদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা।
গতকাল শনিবার এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আগে ব্লু টিক মার্কধারীরা কম বিজ্ঞাপন দেখার সুবিধা পেতেন। এখন নতুন করে ডলার খরচ করার বিনিময়ে যারা ব্লু টিক পাবেন, তাঁরা ‘অর্ধেক কম বিজ্ঞাপন’ দেখবেন। এটি আগের চেয়ে ‘অনেক ভালো’ হবে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কম বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি টুইটারে রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রে আলাদা অগ্রাধিকার পাবেন ব্লু টিকধারীরা। এ ছাড়া আগের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবারেরা।
ব্লুমবার্গের এর এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টুইটারের প্রায় ২৩ কোটি ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ব্লু টিক রয়েছে প্রায় ৩ লাখের। ব্লু টিকটি প্রোফাইলে অব্যাহত রাখতে হলে তাঁদের এখন থেকে গুনতে হবে মাসে ৭ ডলার ৯৯ সেন্ট। অবশ্য অনেকেই ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
টাকা দিয়ে প্রোফাইলে ব্লু টিক নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন ইলন মাস্ক। এ প্রসঙ্গে টুইটে মাস্ক লিখেছেন, ‘ব্লু চেকমার্ক আছে আর নেই—ভূস্বামী এবং বর্গাচাষির মতো এই ব্যবস্থাটা স্রেফ জঘন্য।’
গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। এর মধ্যে ১৩ বিলিয়ন ডলার অর্থায়ন করছে ব্যাংক অব আমেরিকা, বার্কলেজ পিএলসি এবং মরগান স্ট্যানলিসহ বেশ কয়েকটি বড় ব্যাংক।
ফোর্বসের ধারণা অনুযায়ী, এই ঋণের সমান অর্থ আয় করতে হলে প্রতি বছর ১ কোটি ৪ লাখ টুইটার ব্যবহারকারীকে টাকা দিয়ে ব্লু টিক নিতে হবে।
অ্যাপলের ডিভাইসগুলোতে এসেছে টুইটারের নতুন আপডেট। টুইটারের ‘ব্লু সাবস্ক্রিপশন’–এর নির্ধারিত ফি বলা আছে আপডেটটিতে। ব্লু টিক সাবস্ক্রিপশন ফি নিয়ে নানা সমালোচনা হলেও সব উপেক্ষা করে ইলন মাস্ক শেষ পর্যন্ত অটল থেকেছেন তাঁর সিদ্ধান্তে।
আগে শুধু তারকা, করপোরেট অফিশিয়াল এবং বিখ্যাত ব্যক্তিদের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই এই ব্লু টিক বরাদ্দ ছিল। তবে এখন মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচের বিনিময়ে যে কেউই টুইটার প্রোফাইলে পেতে পারেন ব্লু টিক। নানাবিধ সমালোচনায় সোশ্যাল মিডিয়া মুখরিত হলেও ব্লু টিক সাবস্ক্রাইবারদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা।
গতকাল শনিবার এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আগে ব্লু টিক মার্কধারীরা কম বিজ্ঞাপন দেখার সুবিধা পেতেন। এখন নতুন করে ডলার খরচ করার বিনিময়ে যারা ব্লু টিক পাবেন, তাঁরা ‘অর্ধেক কম বিজ্ঞাপন’ দেখবেন। এটি আগের চেয়ে ‘অনেক ভালো’ হবে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কম বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি টুইটারে রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রে আলাদা অগ্রাধিকার পাবেন ব্লু টিকধারীরা। এ ছাড়া আগের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবারেরা।
ব্লুমবার্গের এর এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টুইটারের প্রায় ২৩ কোটি ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ব্লু টিক রয়েছে প্রায় ৩ লাখের। ব্লু টিকটি প্রোফাইলে অব্যাহত রাখতে হলে তাঁদের এখন থেকে গুনতে হবে মাসে ৭ ডলার ৯৯ সেন্ট। অবশ্য অনেকেই ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
টাকা দিয়ে প্রোফাইলে ব্লু টিক নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন ইলন মাস্ক। এ প্রসঙ্গে টুইটে মাস্ক লিখেছেন, ‘ব্লু চেকমার্ক আছে আর নেই—ভূস্বামী এবং বর্গাচাষির মতো এই ব্যবস্থাটা স্রেফ জঘন্য।’
গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। এর মধ্যে ১৩ বিলিয়ন ডলার অর্থায়ন করছে ব্যাংক অব আমেরিকা, বার্কলেজ পিএলসি এবং মরগান স্ট্যানলিসহ বেশ কয়েকটি বড় ব্যাংক।
ফোর্বসের ধারণা অনুযায়ী, এই ঋণের সমান অর্থ আয় করতে হলে প্রতি বছর ১ কোটি ৪ লাখ টুইটার ব্যবহারকারীকে টাকা দিয়ে ব্লু টিক নিতে হবে।
জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে বিশাল অবকাঠামো নির্মাণে ব্যয় সামলাতে এবার বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে চাচ্ছে মেটা। এই পরিকল্পনার অংশ হিসেবে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ডেটা সেন্টারের সম্পদ বিক্রির পরিকল্পনা করেছে কোম্পানি। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মেটার এক...
৫ ঘণ্টা আগেইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
২ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
২ দিন আগে