প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপের মেসেজ জিফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমেজ পাঠানোর সুবিধা রয়েছে অনেক দিন ধরেই। তবে এটিকে একটি ভিডিও হিসেবেই ধরে নেয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ফলে জিফ ইমেজ চালু করতে হলে এটির ওপর আলাদা করে টাচ করতে হয় ব্যবহারকারীদের। তবে এর ফলে জিফ ইমেজ পাঠানোর আনন্দ থাকে না বলে জানান অনেক ব্যবহারকারী। তবে এবার ‘জিফ’ ইমেজ স্বয়ংক্রিয়ভাবে চলার বা অটোপ্লে’র সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ২.২৩.১.২ -এ নতুন এই সুবিধা পরীক্ষা করা হচ্ছে। নতুন এই সুবিধায় শুধু প্রথমবার ‘অটো-প্লে’ হবে জিফ ইমেজ। দ্বিতীয়বার এই জিফ ইমেজ দেখতে চাইলে টাচ করে চালু করতে হবে।
এদিকে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘রিপ্লাই’ ফিচার। এই ফিচারের ফলে কল কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কলারের চ্যাটে ব্যস্ততার কারণ জানিয়ে মেসেজ চলে যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে কল এলে শুধু ফোন ধরা বা কেটে দেওয়ার জন্য ‘অ্যানসার’ ও ‘ডিক্লাইন’ অপশন ছিল। এই দুটি অপশনের সঙ্গে যুক্ত হবে ‘রিপ্লাই’ নামের আরেকটি অপশন। ‘রিপ্লাই’ অপশনটি বেছে নিলে সঙ্গে সঙ্গে কয়েকটি মেসেজ দেখা যাবে ফোনের স্ক্রিনে। সেখানে লেখা থাকবে ‘আমি এখন ব্যস্ত, পরে ফোন করছি’, ‘এখন মিটিংয়ে রয়েছি’—এই ধরনের কল না ধরার নানা কারণ।
পছন্দ মতো মেসেজ নির্বাচন করে দিলেই সেই মেসেজ পৌঁছে যাবে কলারের কাছে। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দমতো মেসেজও ‘রিপ্লাই’ অপশনে সেভ করে রাখা যাবে। আপাতত অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ‘বেটা সংস্করণ’ ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছে।
হোয়াটসঅ্যাপের মেসেজ জিফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমেজ পাঠানোর সুবিধা রয়েছে অনেক দিন ধরেই। তবে এটিকে একটি ভিডিও হিসেবেই ধরে নেয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ফলে জিফ ইমেজ চালু করতে হলে এটির ওপর আলাদা করে টাচ করতে হয় ব্যবহারকারীদের। তবে এর ফলে জিফ ইমেজ পাঠানোর আনন্দ থাকে না বলে জানান অনেক ব্যবহারকারী। তবে এবার ‘জিফ’ ইমেজ স্বয়ংক্রিয়ভাবে চলার বা অটোপ্লে’র সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ২.২৩.১.২ -এ নতুন এই সুবিধা পরীক্ষা করা হচ্ছে। নতুন এই সুবিধায় শুধু প্রথমবার ‘অটো-প্লে’ হবে জিফ ইমেজ। দ্বিতীয়বার এই জিফ ইমেজ দেখতে চাইলে টাচ করে চালু করতে হবে।
এদিকে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘রিপ্লাই’ ফিচার। এই ফিচারের ফলে কল কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কলারের চ্যাটে ব্যস্ততার কারণ জানিয়ে মেসেজ চলে যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে কল এলে শুধু ফোন ধরা বা কেটে দেওয়ার জন্য ‘অ্যানসার’ ও ‘ডিক্লাইন’ অপশন ছিল। এই দুটি অপশনের সঙ্গে যুক্ত হবে ‘রিপ্লাই’ নামের আরেকটি অপশন। ‘রিপ্লাই’ অপশনটি বেছে নিলে সঙ্গে সঙ্গে কয়েকটি মেসেজ দেখা যাবে ফোনের স্ক্রিনে। সেখানে লেখা থাকবে ‘আমি এখন ব্যস্ত, পরে ফোন করছি’, ‘এখন মিটিংয়ে রয়েছি’—এই ধরনের কল না ধরার নানা কারণ।
পছন্দ মতো মেসেজ নির্বাচন করে দিলেই সেই মেসেজ পৌঁছে যাবে কলারের কাছে। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দমতো মেসেজও ‘রিপ্লাই’ অপশনে সেভ করে রাখা যাবে। আপাতত অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ‘বেটা সংস্করণ’ ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে।
৩ ঘণ্টা আগেস্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
৮ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগে