প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপের মেসেজ জিফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমেজ পাঠানোর সুবিধা রয়েছে অনেক দিন ধরেই। তবে এটিকে একটি ভিডিও হিসেবেই ধরে নেয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ফলে জিফ ইমেজ চালু করতে হলে এটির ওপর আলাদা করে টাচ করতে হয় ব্যবহারকারীদের। তবে এর ফলে জিফ ইমেজ পাঠানোর আনন্দ থাকে না বলে জানান অনেক ব্যবহারকারী। তবে এবার ‘জিফ’ ইমেজ স্বয়ংক্রিয়ভাবে চলার বা অটোপ্লে’র সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ২.২৩.১.২ -এ নতুন এই সুবিধা পরীক্ষা করা হচ্ছে। নতুন এই সুবিধায় শুধু প্রথমবার ‘অটো-প্লে’ হবে জিফ ইমেজ। দ্বিতীয়বার এই জিফ ইমেজ দেখতে চাইলে টাচ করে চালু করতে হবে।
এদিকে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘রিপ্লাই’ ফিচার। এই ফিচারের ফলে কল কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কলারের চ্যাটে ব্যস্ততার কারণ জানিয়ে মেসেজ চলে যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে কল এলে শুধু ফোন ধরা বা কেটে দেওয়ার জন্য ‘অ্যানসার’ ও ‘ডিক্লাইন’ অপশন ছিল। এই দুটি অপশনের সঙ্গে যুক্ত হবে ‘রিপ্লাই’ নামের আরেকটি অপশন। ‘রিপ্লাই’ অপশনটি বেছে নিলে সঙ্গে সঙ্গে কয়েকটি মেসেজ দেখা যাবে ফোনের স্ক্রিনে। সেখানে লেখা থাকবে ‘আমি এখন ব্যস্ত, পরে ফোন করছি’, ‘এখন মিটিংয়ে রয়েছি’—এই ধরনের কল না ধরার নানা কারণ।
পছন্দ মতো মেসেজ নির্বাচন করে দিলেই সেই মেসেজ পৌঁছে যাবে কলারের কাছে। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দমতো মেসেজও ‘রিপ্লাই’ অপশনে সেভ করে রাখা যাবে। আপাতত অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ‘বেটা সংস্করণ’ ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছে।
হোয়াটসঅ্যাপের মেসেজ জিফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমেজ পাঠানোর সুবিধা রয়েছে অনেক দিন ধরেই। তবে এটিকে একটি ভিডিও হিসেবেই ধরে নেয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ফলে জিফ ইমেজ চালু করতে হলে এটির ওপর আলাদা করে টাচ করতে হয় ব্যবহারকারীদের। তবে এর ফলে জিফ ইমেজ পাঠানোর আনন্দ থাকে না বলে জানান অনেক ব্যবহারকারী। তবে এবার ‘জিফ’ ইমেজ স্বয়ংক্রিয়ভাবে চলার বা অটোপ্লে’র সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ২.২৩.১.২ -এ নতুন এই সুবিধা পরীক্ষা করা হচ্ছে। নতুন এই সুবিধায় শুধু প্রথমবার ‘অটো-প্লে’ হবে জিফ ইমেজ। দ্বিতীয়বার এই জিফ ইমেজ দেখতে চাইলে টাচ করে চালু করতে হবে।
এদিকে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘রিপ্লাই’ ফিচার। এই ফিচারের ফলে কল কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কলারের চ্যাটে ব্যস্ততার কারণ জানিয়ে মেসেজ চলে যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে কল এলে শুধু ফোন ধরা বা কেটে দেওয়ার জন্য ‘অ্যানসার’ ও ‘ডিক্লাইন’ অপশন ছিল। এই দুটি অপশনের সঙ্গে যুক্ত হবে ‘রিপ্লাই’ নামের আরেকটি অপশন। ‘রিপ্লাই’ অপশনটি বেছে নিলে সঙ্গে সঙ্গে কয়েকটি মেসেজ দেখা যাবে ফোনের স্ক্রিনে। সেখানে লেখা থাকবে ‘আমি এখন ব্যস্ত, পরে ফোন করছি’, ‘এখন মিটিংয়ে রয়েছি’—এই ধরনের কল না ধরার নানা কারণ।
পছন্দ মতো মেসেজ নির্বাচন করে দিলেই সেই মেসেজ পৌঁছে যাবে কলারের কাছে। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দমতো মেসেজও ‘রিপ্লাই’ অপশনে সেভ করে রাখা যাবে। আপাতত অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ‘বেটা সংস্করণ’ ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছে।
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
২৫ মিনিট আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
২ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৪ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৫ ঘণ্টা আগে