Ajker Patrika

‘হাই প্রোফাইল’ অ্যাকাউন্টগুলোতে ব্লু টিক বহাল রেখেছে টুইটার 

প্রযুক্তি ডেস্ক
‘হাই প্রোফাইল’ অ্যাকাউন্টগুলোতে ব্লু টিক বহাল রেখেছে টুইটার 

গত ২০ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে যেসব অ্যাকাউন্ট ব্লু টিক পেয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা শুরু হয়। যাঁরা ব্লু টিক বহাল রাখতে চান, তাঁরা বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক রাখার সুযোগ পাবেন। তবে ১০ লাখের অধিক ফলোয়ার আছে এমন 'হাই প্রোফাইল' অ্যাকাউন্টগুলোতে ব্লু টিক বহাল রাখছে টুইটার।  

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অর্থ দিতে রাজি না হওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে পুরোনো ব্লু টিক মুছে ফেলেছে টুইটার। অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মোছার আগে সতর্ক করা হলেও বেশির ভাগ ব্যবহারকারীই অর্থ পরিশোধ করেননি। জানায় যায়, টুইটারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পুরোনো ব্লু টিক ব্যবহারকারীদের মাত্র ৫ শতাংশেরও কম অ্যাকাউন্টে ব্লু টিক বহাল রাখতে অর্থ পরিশোধ করেছেন। 

হাই প্রোফাইল অ্যাকাউন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিয়ন্সে, হ্যারি কেন, রিচার্ড ওসমান এবং ভিক্টোরিয়া বেকহ্যাম। বিবিসি নিউজের টুইটার অ্যাকাউন্ট গোল্ডেন ব্যাজ পেলেও এর জন্য কোনো অর্থ প্রদান করেনি সম্প্রচার মাধ্যমটি।

জানা যায়, আগে প্রায় ৪ লাখ ৭ হাজার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলেও মাত্র সাড়ে ১৯ হাজার অ্যাকাউন্টের ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে ব্লু টিক বহাল রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত