প্রযুক্তি ডেস্ক
এখন থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লেখা যাবে ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট। এর আগে সর্বোচ্চ ২৮০ ক্যারেক্টারের পোস্ট লেখা যেত। ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের পোস্ট লেখা যেত।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অফিশিয়াল 'টুইটার রাইট' অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই ঘোষণা দেওয়া হয়। শুধু টুইটার ব্লু সাবস্ক্রাইবাররা ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট করতে পারবেন। টুইটগুলোকে বোল্ড করে বা ইটালিক ফন্ট ব্যবহার করে ফরম্যাটও করতে পারবেন তাঁরা।
এদিকে আজ ১৫ এপ্রিল থেকে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটার প্ল্যাটফর্মের পোলে ভোট দিতে পারবেন এবং তাঁদের পোস্টই অন্য ব্যবহারকারীদের কাছে রেকোমেন্ড করা হবে। ব্লু টিক ছাড়া অ্যাকাউন্টগুলোর পোস্ট ব্যবহারকারীদের ‘ফর ইউ’ সেকশনে দেখা যাবে না। যে সেকশনেই মূলত বিভিন্ন ব্যবহারকারীদের টুইট রেকোমেন্ড করা হয়ে থাকে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাস্ক বলেন, ‘এই পরিবর্তনগুলো উন্নত এআই বটগুলোকে মোকাবিলা করার একমাত্র বাস্তবসম্মত উপায়। অন্যথায় যুদ্ধে হেরে যাওয়া অনিবার্য।’
মাস্ক আরও বলেন, ‘একই কারণে পোলে ভোট করার সুযোগ দেওয়ার আগে যাচাই প্রয়োজন’। এর আগে এক টুইটার পোস্টে মাস্ক জানিয়েছিলেন, যাচাইয়ের প্রক্রিয়া চালুর পর থেকে বট ব্যবহারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এগুলোকে শনাক্ত করাও সহজ হয়েছে।
পুরোনো ব্লু টিক যুক্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয় মাইক্রো ব্লগিং সাইটটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানিয়েছে, আজ ১৫ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে যেসব অ্যাকাউন্ট ব্লু টিক পেয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। তবে যারা ব্লু টিক বহাল রাখতে চান, তাঁরা বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক রাখতে পারবেন।
এখন থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লেখা যাবে ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট। এর আগে সর্বোচ্চ ২৮০ ক্যারেক্টারের পোস্ট লেখা যেত। ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের পোস্ট লেখা যেত।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অফিশিয়াল 'টুইটার রাইট' অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই ঘোষণা দেওয়া হয়। শুধু টুইটার ব্লু সাবস্ক্রাইবাররা ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট করতে পারবেন। টুইটগুলোকে বোল্ড করে বা ইটালিক ফন্ট ব্যবহার করে ফরম্যাটও করতে পারবেন তাঁরা।
এদিকে আজ ১৫ এপ্রিল থেকে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটার প্ল্যাটফর্মের পোলে ভোট দিতে পারবেন এবং তাঁদের পোস্টই অন্য ব্যবহারকারীদের কাছে রেকোমেন্ড করা হবে। ব্লু টিক ছাড়া অ্যাকাউন্টগুলোর পোস্ট ব্যবহারকারীদের ‘ফর ইউ’ সেকশনে দেখা যাবে না। যে সেকশনেই মূলত বিভিন্ন ব্যবহারকারীদের টুইট রেকোমেন্ড করা হয়ে থাকে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাস্ক বলেন, ‘এই পরিবর্তনগুলো উন্নত এআই বটগুলোকে মোকাবিলা করার একমাত্র বাস্তবসম্মত উপায়। অন্যথায় যুদ্ধে হেরে যাওয়া অনিবার্য।’
মাস্ক আরও বলেন, ‘একই কারণে পোলে ভোট করার সুযোগ দেওয়ার আগে যাচাই প্রয়োজন’। এর আগে এক টুইটার পোস্টে মাস্ক জানিয়েছিলেন, যাচাইয়ের প্রক্রিয়া চালুর পর থেকে বট ব্যবহারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এগুলোকে শনাক্ত করাও সহজ হয়েছে।
পুরোনো ব্লু টিক যুক্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয় মাইক্রো ব্লগিং সাইটটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানিয়েছে, আজ ১৫ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে যেসব অ্যাকাউন্ট ব্লু টিক পেয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। তবে যারা ব্লু টিক বহাল রাখতে চান, তাঁরা বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক রাখতে পারবেন।
বিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটরটি প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস ২০২৫-সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
২৬ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় আগামী ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ শিথিল হলেও, প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজের দাম বাড়াতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
১ ঘণ্টা আগেইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্য করার জন্য ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’।
৪ ঘণ্টা আগে