Ajker Patrika

টুইটারে লেখা যাবে ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৭: ৫৩
Thumbnail image

এখন থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লেখা যাবে ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট। এর আগে সর্বোচ্চ ২৮০ ক্যারেক্টারের পোস্ট লেখা যেত। ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের পোস্ট লেখা যেত।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অফিশিয়াল 'টুইটার রাইট' অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই ঘোষণা দেওয়া হয়। শুধু টুইটার ব্লু সাবস্ক্রাইবাররা ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট করতে পারবেন। টুইটগুলোকে বোল্ড করে বা ইটালিক ফন্ট ব্যবহার করে ফরম্যাটও করতে পারবেন তাঁরা। 

এদিকে আজ ১৫ এপ্রিল থেকে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটার প্ল্যাটফর্মের পোলে ভোট দিতে পারবেন এবং তাঁদের পোস্টই অন্য ব্যবহারকারীদের কাছে রেকোমেন্ড করা হবে। ব্লু টিক ছাড়া অ্যাকাউন্টগুলোর পোস্ট ব্যবহারকারীদের ‘ফর ইউ’ সেকশনে দেখা যাবে না। যে সেকশনেই মূলত বিভিন্ন ব্যবহারকারীদের টুইট রেকোমেন্ড করা হয়ে থাকে। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাস্ক বলেন, ‘এই পরিবর্তনগুলো উন্নত এআই বটগুলোকে মোকাবিলা করার একমাত্র বাস্তবসম্মত উপায়। অন্যথায় যুদ্ধে হেরে যাওয়া অনিবার্য।’

মাস্ক আরও বলেন, ‘একই কারণে পোলে ভোট করার সুযোগ দেওয়ার আগে যাচাই প্রয়োজন’। এর আগে এক টুইটার পোস্টে মাস্ক জানিয়েছিলেন, যাচাইয়ের প্রক্রিয়া চালুর পর থেকে বট ব্যবহারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এগুলোকে শনাক্ত করাও সহজ হয়েছে।

পুরোনো ব্লু টিক যুক্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয় মাইক্রো ব্লগিং সাইটটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানিয়েছে, আজ ১৫ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে যেসব অ্যাকাউন্ট ব্লু টিক পেয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। তবে যারা ব্লু টিক বহাল রাখতে চান, তাঁরা বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক রাখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত