অস্ট্রেলিয়ার আর্থিক পণ্য ও সেবার বিজ্ঞাপনদাতাদের জন্য কঠোর নিয়ম চালু করেছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক-মালিক কোম্পানি মেটা প্ল্যাটফর্ম। গত সোমবার কোম্পানিটি জানিয়েছে, সেলিব্রিটিদের ছবি দিয়ে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রতারণা রোধের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত অক্টোবরে মেটা জানায়, তারা ৮ হাজারটি ‘সেলেব বেইট’ বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে। প্রতারণা বন্ধে অস্ট্রেলিয়ার ব্যাংকগুলোর সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নেয় মেটা। এই ধরনের বিজ্ঞাপনগুলোতে বিখ্যাত ব্যক্তিদের ছবি বা নাম ব্যবহার করে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া হয়। এগুলো মূলত প্রতারণামূলক বিজ্ঞাপন।
মেটা জানিয়েছে, এখন থেকে যারা আর্থিক সেবা সম্পর্কিত বিজ্ঞাপন দেবেন, তাদের নিজেদের ব্যবসার তথ্য যাচাই করা হবে। এর মধ্যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান উপকার পাচ্ছে এবং যারা অর্থ পরিশোধ করছে (পেমেন্টকারী) তাদের তথ্য এবং সেই সঙ্গে তাদের অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লাইসেন্স নম্বরও যাচাই করা হবে। এর পরেই তারা আর্থিক সেবা সম্পর্কিত বিজ্ঞাপন চালাতে পারবে।
মেটা এএনজে (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড) এর ম্যানেজিং ডিরেক্টর উইল ইস্টন এক বিবৃতিতে বলেছেন, ‘আর্থিক বিজ্ঞাপনদাতাদের যাচাইয়ের পদ্ধতি অস্ট্রেলিয়ার মানুষদের এই জটিল প্রতারণাকারীদের থেকে রক্ষা করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
কোম্পানিটি জানিয়েছে, বিজ্ঞাপনদাতাদের তথ্য একবার যাচাই হয়ে গেলে, তাদের বিজ্ঞাপনগুলোতে পেমেন্টকারী এবং উপকারভোগীর তথ্য অন্তর্ভুক্ত করতে হবে, যা বিজ্ঞাপন অনুমোদনের পরে ‘পেইড ফর বাই’ অংশে দেখানো হবে।
গত মাসে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোকে অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানো রোধে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার সরকার তাদের বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা না করার সিদ্ধান্ত নিয়েছে।
এই আইনটি অস্ট্রেলিয়ার রাজধানী একটি বড় নিয়ন্ত্রক উদ্যোগের অংশ ছিল। দেশটির সরকার অভিযোগ করেছিল যে, বিদেশে নিবন্ধিত প্রযুক্তি কোম্পানিগুলো, যেমন ফেসবুক বা গুগল, অস্ট্রেলিয়ার দেশের আইন ও নিয়মকানুনকে উপেক্ষা করছে এবং তাদের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এর উদ্দেশ্য ছিল এসব বিদেশি কোম্পানির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা।
এটি এমন একটি সময়ে করা হয়েছে, যখন অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন খুব কাছে, প্রায় এক বছরের মধ্যে হবে। অর্থাৎ, এই পদক্ষেপটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে এবং নির্বাচনের আগে দেশটির জনগণের কাছে শক্তিশালী বার্তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে।
গত সপ্তাহে অস্ট্রেলিয়া একটি ঐতিহাসিক আইন অনুমোদন করেছে, যা ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে।
তথ্যসূত্র: রয়টার্স
অস্ট্রেলিয়ার আর্থিক পণ্য ও সেবার বিজ্ঞাপনদাতাদের জন্য কঠোর নিয়ম চালু করেছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক-মালিক কোম্পানি মেটা প্ল্যাটফর্ম। গত সোমবার কোম্পানিটি জানিয়েছে, সেলিব্রিটিদের ছবি দিয়ে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রতারণা রোধের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত অক্টোবরে মেটা জানায়, তারা ৮ হাজারটি ‘সেলেব বেইট’ বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে। প্রতারণা বন্ধে অস্ট্রেলিয়ার ব্যাংকগুলোর সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নেয় মেটা। এই ধরনের বিজ্ঞাপনগুলোতে বিখ্যাত ব্যক্তিদের ছবি বা নাম ব্যবহার করে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া হয়। এগুলো মূলত প্রতারণামূলক বিজ্ঞাপন।
মেটা জানিয়েছে, এখন থেকে যারা আর্থিক সেবা সম্পর্কিত বিজ্ঞাপন দেবেন, তাদের নিজেদের ব্যবসার তথ্য যাচাই করা হবে। এর মধ্যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান উপকার পাচ্ছে এবং যারা অর্থ পরিশোধ করছে (পেমেন্টকারী) তাদের তথ্য এবং সেই সঙ্গে তাদের অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লাইসেন্স নম্বরও যাচাই করা হবে। এর পরেই তারা আর্থিক সেবা সম্পর্কিত বিজ্ঞাপন চালাতে পারবে।
মেটা এএনজে (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড) এর ম্যানেজিং ডিরেক্টর উইল ইস্টন এক বিবৃতিতে বলেছেন, ‘আর্থিক বিজ্ঞাপনদাতাদের যাচাইয়ের পদ্ধতি অস্ট্রেলিয়ার মানুষদের এই জটিল প্রতারণাকারীদের থেকে রক্ষা করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
কোম্পানিটি জানিয়েছে, বিজ্ঞাপনদাতাদের তথ্য একবার যাচাই হয়ে গেলে, তাদের বিজ্ঞাপনগুলোতে পেমেন্টকারী এবং উপকারভোগীর তথ্য অন্তর্ভুক্ত করতে হবে, যা বিজ্ঞাপন অনুমোদনের পরে ‘পেইড ফর বাই’ অংশে দেখানো হবে।
গত মাসে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোকে অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানো রোধে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার সরকার তাদের বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা না করার সিদ্ধান্ত নিয়েছে।
এই আইনটি অস্ট্রেলিয়ার রাজধানী একটি বড় নিয়ন্ত্রক উদ্যোগের অংশ ছিল। দেশটির সরকার অভিযোগ করেছিল যে, বিদেশে নিবন্ধিত প্রযুক্তি কোম্পানিগুলো, যেমন ফেসবুক বা গুগল, অস্ট্রেলিয়ার দেশের আইন ও নিয়মকানুনকে উপেক্ষা করছে এবং তাদের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এর উদ্দেশ্য ছিল এসব বিদেশি কোম্পানির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা।
এটি এমন একটি সময়ে করা হয়েছে, যখন অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন খুব কাছে, প্রায় এক বছরের মধ্যে হবে। অর্থাৎ, এই পদক্ষেপটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে এবং নির্বাচনের আগে দেশটির জনগণের কাছে শক্তিশালী বার্তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে।
গত সপ্তাহে অস্ট্রেলিয়া একটি ঐতিহাসিক আইন অনুমোদন করেছে, যা ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে।
তথ্যসূত্র: রয়টার্স
ভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১৭ ঘণ্টা আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
২১ ঘণ্টা আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
২১ ঘণ্টা আগেছবি তুলতে কে না ভালোবাসে! হাতের কাছে মোবাইল ফোন থাকলেই হলো, মুহূর্তে বন্দী করে ফেলা যায় প্রিয় দৃশ্য বা স্মৃতি। বন্ধুদের সঙ্গে আড্ডা, ভ্রমণের স্মৃতি কিংবা একান্ত মুহূর্ত—সবই জমা হয় মোবাইল ফোনের গ্যালারিতে।
১ দিন আগে