প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের সদর দপ্তরের বিল্ডিংয়ে বড় করে ‘টুইটার’ লেখা বোর্ড। সম্প্রতি সেই বোর্ডে লেখা নামই বদলে দিয়েছেন ইলন মাস্ক। টুইটার থেকে ‘ডব্লিউ’ অক্ষরে সাদা রং করিয়েছেন তিনি। এতে করে অক্ষরটি দূর থেকে আর বোঝা যাচ্ছে না। ফলে বিল্ডিংটিতে টুইটারের নাম এখন টিটার (Titter)।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, টুইটার বোর্ডে এমন বদল আনার কারণ জানিয়ে টুইটও করেছেন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘সান ফ্রান্সিস্কোতে অবস্থিত সদর দপ্তরের ল্যান্ডলর্ড দাবি করেছেন, আমরা আইন অনুযায়ী টুইটার সাইন থেকে কখনো ‘ডব্লিউ’ অক্ষরটি সরাতে পারব না। তাই আমরা ওই অক্ষরটিতেই রং করে দিয়েছি। হয়ে গেল সমাধান!’
অনেক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, টুইটারের এই বোর্ডে রং করার কাজ অনেক দিন ধরেই চলছিল। সদর দপ্তরে আটকানো বোর্ডে টুইটারের ডব্লিউ অক্ষরটি অস্পষ্ট দেখাচ্ছিল কিছুদিন ধরে। এবার কারণটা তাঁরা বুঝতে পেরেছেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও একই কথা লিখেছে টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলেছে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি।
এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না। তবে হঠাৎ কেন মিডিয়া সংস্থাগুলোর প্রোফাইলে এমন পরিবর্তন করা হলো, সে বিষয়ে টুইটার এখনো কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের সদর দপ্তরের বিল্ডিংয়ে বড় করে ‘টুইটার’ লেখা বোর্ড। সম্প্রতি সেই বোর্ডে লেখা নামই বদলে দিয়েছেন ইলন মাস্ক। টুইটার থেকে ‘ডব্লিউ’ অক্ষরে সাদা রং করিয়েছেন তিনি। এতে করে অক্ষরটি দূর থেকে আর বোঝা যাচ্ছে না। ফলে বিল্ডিংটিতে টুইটারের নাম এখন টিটার (Titter)।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, টুইটার বোর্ডে এমন বদল আনার কারণ জানিয়ে টুইটও করেছেন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘সান ফ্রান্সিস্কোতে অবস্থিত সদর দপ্তরের ল্যান্ডলর্ড দাবি করেছেন, আমরা আইন অনুযায়ী টুইটার সাইন থেকে কখনো ‘ডব্লিউ’ অক্ষরটি সরাতে পারব না। তাই আমরা ওই অক্ষরটিতেই রং করে দিয়েছি। হয়ে গেল সমাধান!’
অনেক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, টুইটারের এই বোর্ডে রং করার কাজ অনেক দিন ধরেই চলছিল। সদর দপ্তরে আটকানো বোর্ডে টুইটারের ডব্লিউ অক্ষরটি অস্পষ্ট দেখাচ্ছিল কিছুদিন ধরে। এবার কারণটা তাঁরা বুঝতে পেরেছেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও একই কথা লিখেছে টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলেছে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি।
এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না। তবে হঠাৎ কেন মিডিয়া সংস্থাগুলোর প্রোফাইলে এমন পরিবর্তন করা হলো, সে বিষয়ে টুইটার এখনো কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় আগামী ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ শিথিল হলেও, প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজের দাম বাড়াতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
৩ মিনিট আগেইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্য করার জন্য ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’।
৩ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনস্থ গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের আগে কর্মী ও নির্দিষ্ট ডেভেলপারদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক নতুন পণ্যের ডেমো প্রদর্শন করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে একটি এআই এজেন্ট, যা সফটওয়্যার উন্নয়নের প্রতিটি ধাপে সহায়তা...
৪ ঘণ্টা আগেঅ্যাপলকে টেক্কা দিতে পাতলা স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে এল স্যামসাং ইলেকট্রনিকস। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার সমৃদ্ধ এই ফোনের লক্ষ্য প্রিমিয়াম বাজারে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। এই ফোনটির ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন রয়েছে এবং এর পুরুত্ব মাত্র ৫ দশমিক ৮ মিলিমিটার। ফোনটি যতই
৫ ঘণ্টা আগে