Ajker Patrika

স্ন্যাপচ্যাটের স্টোরি থেকে করা যাবে আয়

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

গত বছর যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে স্টোরির মাধ্যমে আয়ের সুযোগ চালু করেছিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এবার অন্যান্য দেশের জনপ্রিয় স্টোরিজ নির্মাতাদের জন্যও আনুষ্ঠানিকভাবে অ্যাপটিতে এই সুবিধা চালু করা হয়েছে। নতুন এ উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় স্টোরি নির্মাতারা বিজ্ঞাপন থেকে আয়ের নির্দিষ্ট অংশ পাবেন। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, সব স্টোরি নির্মাতা বিজ্ঞাপন থেকে আয়ের আয়ের অংশ পাবেন না। শুধু কমপক্ষে ২৫ হাজার ফলোয়ার আছে এবং প্রতি মাসে আড়াই কোটিবার স্ন্যাপ দেখা হয় এমন অ্যাকাউন্টগুলো এই সুযোগ পাবে। অ্যাকাউন্টগুলোতে প্রতি মাসে কমপক্ষে ১০টি স্টোরি পোস্ট করতে হবে। 

এদিকে স্ন্যাপচ্যাটের ‘পার্টনার সামিট’ আয়োজনে ‘মাই এআই’ চ্যাটবট বৈশ্বিকভাবে চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইভান স্পিগেল। 

সবাইকে ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে চ্যাটবটটিতে। চ্যাটবটটি এখন ছবি ও ভিডিওর স্ন্যাপের জবাবও দিতে পারে। চ্যাটবটটিকে একটি ‘@’ চিহ্ন উল্লেখ করে গ্রুপ চ্যাটে যোগ করা যাবে। ব্যবহারকারীরা একটি কাস্টম বিটমোজি অবতারের সঙ্গে তাদের বটের চেহারা এবং নাম পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া, ‘মাই এআই’ এখন থেকে স্ন্যাপচ্যাটের ক্যামেরায় বা অ্যাপের ম্যাপ ট্যাব থেকে দেখার জায়গাগুলোতে ব্যবহারের জন্য এআর ফিল্টার সুপারিশ করতে পারবে।

সম্প্রতি, চ্যাটবটে ‘সেফটি টুল’ চালু করে স্ন্যাপচ্যাট। নতুন টুলটি চালুর ফলে চ্যাটজিপিটি প্রযুক্তিনির্ভর এই চ্যাটবট ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী স্ন্যাপচ্যাট জানিয়েছে, সেফ গার্ড নামের টুলটির মাধ্যমে ব্যবহারকারীর বয়স জানতে পারবে চ্যাটবটটি। ফলে বয়স অনুযায়ী উত্তর দিতে পারবে চ্যাটবট। এ ছাড়া কিশোর-কিশোরীদের সঙ্গে চ্যাটবটের সংলাপও দেখার সুযোগ পাবেন অভিভাবকেরা।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর পর অনেক ব্যবহারকারীই চ্যাটবটকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নতুন এই টুল চালুর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট সঠিকভাবে ব্যবহৃত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত