গান আরও সহজভাবে খোঁজার জন্য নতুন সার্চ ফিচার নিয়ে এল ইউটিউব মিউজিক। এই ফিচারের মাধ্যমে গুনগুন করলেও মিউজিক খুঁজে দেবে এই প্ল্যাটফর্ম। এ ছাড়া মিউজিকের কোনো অংশ উচ্চ স্বরে বাজালেও তা খুঁজে দিতে পারবে ইউটিউব মিউজিক।
অনেক সময় কিছু গান মাথায় ঘুরপাক খেলেও তার লিরিক সহজে মনে পড়ে না। তাই অনলাইনে গানটি সার্চ করে খুঁজে পেতে ঝামেলা হয়ে যায়। এই ধরনের মুহূর্তে গান খুঁজে পেতে ফিচারটি কাজে লাগবে।
এই ফিচার গুগলের প্লে মিউজিক ও ইউটিউবের অ্যান্ড্রয়েড মোবাইল আপডেটে আগেই নিয়ে আসা হয়েছে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এই ফিচার মিউজিকগুলো খুঁজে দেবে। সুরগুলো এআই তার ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে ও গানগুলো খুঁজে বের করে দেবে।
প্ল্যাটফর্মটির ওপরের ডান পাশের সার্চ অপশনে পাশে ভয়েস বাটনের সঙ্গে নতুন ফিচারটি থাকবে। ফলে ইউটিউবের চেয়ে দ্রুত সার্চ করা যাবে। কারণ ইউটিউবে এই বাটন ভয়েস বাটনের ভেতরে থাকে।
ফিচারটি ধীরে ধীরে ইউটিউব মিউজিকের সব ব্যবহারকারীর জন্য ছাড়া হবে। কিছু আইওএস ব্যবহারকারীর ফোনে ফিচারটি দেখা গিয়েছে।
তবে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি স্পটিফাইয়ের মতো সার্চ করা গানগুলো একটি প্লে লিস্টে সেভ করা যায় তাহলে ফিচারটি আরও কাজে দেবে।
ইউটিউব মিউজিকের জন্য এই ফিচার খুবই গুরুত্বপূর্ণ। গুগল প্লে মিউজিক এই ফিচার অনেক আগেই উন্মোচন করেছে।
গান খোঁজার জন্য গুগল অ্যাস্টিটেন্ট জেমিনি, গুগল সার্চ ও পিক্সেল ডিভাইসে ‘নাও প্লেয়িং’ অপশনও ব্যবহার করা যাবে।
এছাড়া স্পটিফাইকে টেক্কা দিতে গত বছরে নভেম্বরে ইউটিউব মিউজিকে অনেকগুলো ফিচার যুক্ত করা হয়েছিল। এর মধ্যে ছিল গানের নিচে কমেন্ট যুক্ত করা, এআই দিয়ে গানের কভার আর্ট তৈরি করা ইত্যাদি।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল
গান আরও সহজভাবে খোঁজার জন্য নতুন সার্চ ফিচার নিয়ে এল ইউটিউব মিউজিক। এই ফিচারের মাধ্যমে গুনগুন করলেও মিউজিক খুঁজে দেবে এই প্ল্যাটফর্ম। এ ছাড়া মিউজিকের কোনো অংশ উচ্চ স্বরে বাজালেও তা খুঁজে দিতে পারবে ইউটিউব মিউজিক।
অনেক সময় কিছু গান মাথায় ঘুরপাক খেলেও তার লিরিক সহজে মনে পড়ে না। তাই অনলাইনে গানটি সার্চ করে খুঁজে পেতে ঝামেলা হয়ে যায়। এই ধরনের মুহূর্তে গান খুঁজে পেতে ফিচারটি কাজে লাগবে।
এই ফিচার গুগলের প্লে মিউজিক ও ইউটিউবের অ্যান্ড্রয়েড মোবাইল আপডেটে আগেই নিয়ে আসা হয়েছে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এই ফিচার মিউজিকগুলো খুঁজে দেবে। সুরগুলো এআই তার ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে ও গানগুলো খুঁজে বের করে দেবে।
প্ল্যাটফর্মটির ওপরের ডান পাশের সার্চ অপশনে পাশে ভয়েস বাটনের সঙ্গে নতুন ফিচারটি থাকবে। ফলে ইউটিউবের চেয়ে দ্রুত সার্চ করা যাবে। কারণ ইউটিউবে এই বাটন ভয়েস বাটনের ভেতরে থাকে।
ফিচারটি ধীরে ধীরে ইউটিউব মিউজিকের সব ব্যবহারকারীর জন্য ছাড়া হবে। কিছু আইওএস ব্যবহারকারীর ফোনে ফিচারটি দেখা গিয়েছে।
তবে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি স্পটিফাইয়ের মতো সার্চ করা গানগুলো একটি প্লে লিস্টে সেভ করা যায় তাহলে ফিচারটি আরও কাজে দেবে।
ইউটিউব মিউজিকের জন্য এই ফিচার খুবই গুরুত্বপূর্ণ। গুগল প্লে মিউজিক এই ফিচার অনেক আগেই উন্মোচন করেছে।
গান খোঁজার জন্য গুগল অ্যাস্টিটেন্ট জেমিনি, গুগল সার্চ ও পিক্সেল ডিভাইসে ‘নাও প্লেয়িং’ অপশনও ব্যবহার করা যাবে।
এছাড়া স্পটিফাইকে টেক্কা দিতে গত বছরে নভেম্বরে ইউটিউব মিউজিকে অনেকগুলো ফিচার যুক্ত করা হয়েছিল। এর মধ্যে ছিল গানের নিচে কমেন্ট যুক্ত করা, এআই দিয়ে গানের কভার আর্ট তৈরি করা ইত্যাদি।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল
এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১ দিন আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১ দিন আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১ দিন আগে