প্রযুক্তি ডেস্ক
আপনার ফেসবুক পেজের প্রমোশনের জন্য বুস্ট করার অপশন বেছে নিতে পারেন। এ জন্য ফেসবুক পেজের কোনো পোস্ট বুস্ট করার উদ্যোগ নিতে পারেন।
বুস্ট করার জন্য প্রথমেই আপনার ফেসবুক পেজে যান। আপনি যে পেজটির পোস্ট বুস্ট করতে চান সেটি খুঁজে বের করুন। এটি হতে পারে কোনো ইভেন্ট অথবা ভিডিও অথবা কোনো ছবি।
বুস্ট পোস্ট সিলেক্ট করুন। এটি সাধারণত নিচের দিকে হাতের ডান পাশে থাকে। আপনার বুস্ট পোস্টের ডিটেইলস পূরণ করুন। এগুলো হলো–অডিয়েন্স, টোটাল বাজেট, ডিউরেশন, পেমেন্ট মেথড ইত্যাদি। ডিটেইলস পূরণ করা হয়ে গেলে বুস্ট অপশনে চাপ দিন।
আপনার বুস্ট করা পোস্টের রেজাল্ট দেখার জন্য প্রথমে অ্যাড সেন্টারে যান। ফেসবুক পেজের বাম হাতের দিকে এই অ্যাড সেন্টার থাকে। এই অ্যাড সেন্টারের নিচের দিকে অল অ্যাড বাছাই করুন। সেখান থেকে আপনার অ্যাকটিভ বুস্ট পোস্ট সিলেক্ট করুন। এরপর ভিউ রেজাল্ট দেখুন। এভাবে আপনার বুস্ট করা পোস্টের রেজাল্ট জানতে পারবেন।
ফেসবুক পেজ বুস্ট করার পর এটি সম্পাদনা করার সুযোগ আছে। এ জন্য প্রথমে ফেসবুক পেজে যেতে হবে। তারপর অ্যাড সেন্টারে যান। ফেসবুক পেজের বাম হাতের দিকে এই অ্যাড সেন্টার থাকে। এই অ্যাড সেন্টারের নিচের দিকে অল অ্যাড বাছাই করুন। আপনার যে বুস্ট পোস্টটি সম্পাদনা করতে চান সেটি বাছাই করুন এবং ক্লিক করুন। এরপর এডিট অ্যাড বাছাই করুন। এরপর অ্যাড ক্রিয়েটিভ অংশে গিয়ে ইউআরএল, টেক্সট, ইমেজ এবং ভিডিও সম্পাদনা করতে পারবেন। অডিয়েন্স অংশে গিয়ে কী ধরনের অডিয়েন্স এবং কী পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তা তুলে ধরতে পারবেন। ডেইলি বাজেট অংশে গিয়ে প্রতিদিন কত খরচ করতে চান সেটি সম্পাদনা করতে পারবেন। ডিউরেশন অংশে গিয়ে কতক্ষণ আপনার বুস্ট পোস্টটি চলবে তা সম্পাদনা করতে পারবেন। পেমেন্ট মেথড অংশে গিয়ে আপনার পেমেন্ট পদ্ধতি সম্পাদনা করতে পারবেন। এগুলো করা হয়ে গেলে সেভ চেঞ্জ বাটনে চাপ দিন।
এভাবে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করতে পারবেন এবং পাশাপাশি প্রয়োজন পড়লে বুস্ট করা পোস্ট সম্পাদনা করতে পারবেন।
আপনার ফেসবুক পেজের প্রমোশনের জন্য বুস্ট করার অপশন বেছে নিতে পারেন। এ জন্য ফেসবুক পেজের কোনো পোস্ট বুস্ট করার উদ্যোগ নিতে পারেন।
বুস্ট করার জন্য প্রথমেই আপনার ফেসবুক পেজে যান। আপনি যে পেজটির পোস্ট বুস্ট করতে চান সেটি খুঁজে বের করুন। এটি হতে পারে কোনো ইভেন্ট অথবা ভিডিও অথবা কোনো ছবি।
বুস্ট পোস্ট সিলেক্ট করুন। এটি সাধারণত নিচের দিকে হাতের ডান পাশে থাকে। আপনার বুস্ট পোস্টের ডিটেইলস পূরণ করুন। এগুলো হলো–অডিয়েন্স, টোটাল বাজেট, ডিউরেশন, পেমেন্ট মেথড ইত্যাদি। ডিটেইলস পূরণ করা হয়ে গেলে বুস্ট অপশনে চাপ দিন।
আপনার বুস্ট করা পোস্টের রেজাল্ট দেখার জন্য প্রথমে অ্যাড সেন্টারে যান। ফেসবুক পেজের বাম হাতের দিকে এই অ্যাড সেন্টার থাকে। এই অ্যাড সেন্টারের নিচের দিকে অল অ্যাড বাছাই করুন। সেখান থেকে আপনার অ্যাকটিভ বুস্ট পোস্ট সিলেক্ট করুন। এরপর ভিউ রেজাল্ট দেখুন। এভাবে আপনার বুস্ট করা পোস্টের রেজাল্ট জানতে পারবেন।
ফেসবুক পেজ বুস্ট করার পর এটি সম্পাদনা করার সুযোগ আছে। এ জন্য প্রথমে ফেসবুক পেজে যেতে হবে। তারপর অ্যাড সেন্টারে যান। ফেসবুক পেজের বাম হাতের দিকে এই অ্যাড সেন্টার থাকে। এই অ্যাড সেন্টারের নিচের দিকে অল অ্যাড বাছাই করুন। আপনার যে বুস্ট পোস্টটি সম্পাদনা করতে চান সেটি বাছাই করুন এবং ক্লিক করুন। এরপর এডিট অ্যাড বাছাই করুন। এরপর অ্যাড ক্রিয়েটিভ অংশে গিয়ে ইউআরএল, টেক্সট, ইমেজ এবং ভিডিও সম্পাদনা করতে পারবেন। অডিয়েন্স অংশে গিয়ে কী ধরনের অডিয়েন্স এবং কী পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তা তুলে ধরতে পারবেন। ডেইলি বাজেট অংশে গিয়ে প্রতিদিন কত খরচ করতে চান সেটি সম্পাদনা করতে পারবেন। ডিউরেশন অংশে গিয়ে কতক্ষণ আপনার বুস্ট পোস্টটি চলবে তা সম্পাদনা করতে পারবেন। পেমেন্ট মেথড অংশে গিয়ে আপনার পেমেন্ট পদ্ধতি সম্পাদনা করতে পারবেন। এগুলো করা হয়ে গেলে সেভ চেঞ্জ বাটনে চাপ দিন।
এভাবে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করতে পারবেন এবং পাশাপাশি প্রয়োজন পড়লে বুস্ট করা পোস্ট সম্পাদনা করতে পারবেন।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৬ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৬ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৬ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে