প্রযুক্তি ডেস্ক
এখন থেকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সরাসরি হোয়াটসঅ্যাপের মেসেজ স্থানান্তর করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। বর্তমানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপের মেসেজ স্থানান্তর করতে গুগল ড্রাইভের প্রয়োজন হয়। তবে নতুন এ সুবিধার ফলে গুগল ড্রাইভের ওপর আর নির্ভর করতে হবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপে মেসেজ স্থানান্তরের অপশনটি সিলেক্ট করার পর নতুন ডিভাইস থেকে একটি ‘কিউআর কোড’ স্ক্যান করতে হবে। এ ছাড়া, একই ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে হবে।
বর্তমানে অন্য ডিভাইসে মেসেজ স্থানান্তর করতে হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হয়। ফলে মেসেজগুলো ড্রাইভে সংরক্ষিত হয়। এতে করে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মেসেজ পেতে হলে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হয়। তবে নতুন সুবিধা আসলেও পুরোনো পদ্ধতিতেও চ্যাট স্থানান্তর করা যাবে।
সরাসরি মেসেজ স্থানান্তরের সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। পরবর্তীতে আইফোন ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা আনা হবে।
এদিকে, একটি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে চারটি মোবাইল ফোনে ব্যবহারের সুবিধা নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। আগে একটি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি মোবাইল ফোনেই ব্যবহার করা যেত।
আজ ২৬ এপ্রিল মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জানান, এখন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪টি ফোনে ব্যবহার করা যাবে। এর আগে, আপাতত ব্যবহারকারীরা শুধু একটি ফোন ও একাধিক ডেস্কটপ ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করতে পারতেন।
এর আগে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সুবিধার ফলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে নির্দিষ্ট সেটিংস সহজেই খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে এই সুবিধা আগে থেকেই রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। সব ঠিক থাকলে শিগগির সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সুবিধা পাবেন।
এখন থেকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সরাসরি হোয়াটসঅ্যাপের মেসেজ স্থানান্তর করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। বর্তমানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপের মেসেজ স্থানান্তর করতে গুগল ড্রাইভের প্রয়োজন হয়। তবে নতুন এ সুবিধার ফলে গুগল ড্রাইভের ওপর আর নির্ভর করতে হবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপে মেসেজ স্থানান্তরের অপশনটি সিলেক্ট করার পর নতুন ডিভাইস থেকে একটি ‘কিউআর কোড’ স্ক্যান করতে হবে। এ ছাড়া, একই ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে হবে।
বর্তমানে অন্য ডিভাইসে মেসেজ স্থানান্তর করতে হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হয়। ফলে মেসেজগুলো ড্রাইভে সংরক্ষিত হয়। এতে করে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মেসেজ পেতে হলে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হয়। তবে নতুন সুবিধা আসলেও পুরোনো পদ্ধতিতেও চ্যাট স্থানান্তর করা যাবে।
সরাসরি মেসেজ স্থানান্তরের সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। পরবর্তীতে আইফোন ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা আনা হবে।
এদিকে, একটি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে চারটি মোবাইল ফোনে ব্যবহারের সুবিধা নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। আগে একটি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি মোবাইল ফোনেই ব্যবহার করা যেত।
আজ ২৬ এপ্রিল মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জানান, এখন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪টি ফোনে ব্যবহার করা যাবে। এর আগে, আপাতত ব্যবহারকারীরা শুধু একটি ফোন ও একাধিক ডেস্কটপ ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করতে পারতেন।
এর আগে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সুবিধার ফলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে নির্দিষ্ট সেটিংস সহজেই খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে এই সুবিধা আগে থেকেই রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। সব ঠিক থাকলে শিগগির সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সুবিধা পাবেন।
চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এক হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছে। ‘শুয়েবা ০১’ নামের এই রোবট সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে।
১ ঘণ্টা আগেজেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে বিশাল অবকাঠামো নির্মাণে ব্যয় সামলাতে এবার বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে চাচ্ছে মেটা। এই পরিকল্পনার অংশ হিসেবে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ডেটা সেন্টারের সম্পদ বিক্রির পরিকল্পনা করেছে কোম্পানি। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মেটার এক...
৭ ঘণ্টা আগেইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
২ দিন আগে