মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে