মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে আর্টিকেল বা নিবন্ধের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। তবে দ্বিতীয় বৃহত্তম সংস্করণটি ফরাসি, স্প্যানিশ বা চীনা ভাষায় নয়—এটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রচলিত স্থানীয় ভাষা সেবুয়ানোয় লেখা হয়েছে। এই সংস্করণের নিবন্ধসংখ্যা ৬০ লাখেরও বেশি।
১ ঘণ্টা আগেসর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
৩ ঘণ্টা আগেমাত্র তিন মাস আগে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আর ১ উন্মোচন করে চীনের কোম্পানি ডিপসিক। এরই মধ্যে মডেলটি বিভিন্ন সেবা ও পণ্যে ব্যাপকভাবে প্রয়োগ করা করেছে। বিশেষ করে চীনে দেশপ্রেম ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই মডেল। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো—চীন সরকারের নজরদারি...
৪ ঘণ্টা আগেঅ্যাপল হয়তো বড় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। এবার নতুন এক হুমকি আসছে ওপেনএআই-এর দিক থেকে। কারণ স্ক্রিনবিহীন এআই প্রযুক্তির ফোন তৈরি করতে পারে ওপেনএআই। আর এই ফোন তৈরির প্রকল্পে সম্ভবত বিনিয়োগ করেছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।
৫ ঘণ্টা আগে