Ajker Patrika

টুইটারে চালু হলো এনক্রিপ্টেড মেসেজিংয়ের সুবিধা

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

প্ল্যাটফর্মে এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজিংয়ের সুবিধা চালু করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। তবে, নতুন এই সুবিধার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফলে গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীদের জন্য খুব একটা উপযুক্ত নয় এই সুবিধা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, আপাতত শুধু ভেরিফাইড ব্যবহারকারীরাই নতুন এই সুবিধাটি পাবেন। এর অন্তর্ভুক্ত— ব্লু টিক সাবস্ক্রাইবার ও ভেরিফাইড সংস্থাগুলোর সদস্য। এটি শুধু প্রাথমিক পর্যায়ে একচেটিয়া থাকবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এনক্রিপ্টেড চ্যাট করতে চাইলে উভয় ব্যবহারকারীরই ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে।

নতুন এই সুবিধার অন্যান্য কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন, এটি গ্রুপ মেসেজ বা মিডিয়ার জন্য কাজ করে না। তবে লিংকের ক্ষেত্রে কাজ করে। এ ছাড়া, ব্যবহারকারীরা সরাসরি এনক্রিপ্ট করা মেসেজ রিপোর্ট করতে পারবেন না। পরিবর্তে, এনক্রিপ্ট করা সংলাপে কোনো সমস্যা হলে, চ্যাটের অন্যজনের অ্যাকাউন্টটিকে রিপোর্ট করতে হবে। 

এদিকে, কয়েক মাসের ব্যবধানে শুরুর দিকের ব্লু টিক সাবস্ক্রাইবারদের অর্ধেকেরও বেশি হারিয়েছে টুইটার। গত ৩০ এপ্রিল ব্লু টিক সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার থেকে নেমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৫৭ সাবস্ক্রাইবারে। অর্থাৎ ৮১ হাজার ৮৪৩ জন বা ৫৪ দশমিক ৫ শতাংশ ব্লু টিকধারী তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করেছেন।

এর আগে, প্ল্যাটফর্মে সংবাদমাধ্যমকে আয়ের সুযোগ দেওয়ার কথা জানান টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২৯ এপ্রিল) এক টুইটে মাস্ক লেখেন, ‘আগামী মাস থেকে প্ল্যাটফর্মে প্রতিবেদন পড়ার জন্য প্রতি ক্লিকে ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ পাবে সংবাদমাধ্যমগুলো।’

এই সুবিধায় প্রতি প্রতিবেদন পড়ার জন্য আলাদা করে অর্থ দেবে পাঠকেরা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক হারে চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম ও পাঠক উভয় পক্ষই সুবিধা পাবে বলে মনে করেন মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত