অনলাইন ডেস্ক
জনপ্রিয় মুসলিম ডেটিং অ্যাপ মুজের বিরুদ্ধে মামলা করেছে টিন্ডার ও হিঞ্জের মূল প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপ। প্ল্যাটফর্মটি কেনার জন্য ম্যাচ গ্রুপের সাড়ে ৩ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মুজের বিরুদ্ধে এই আইনি সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মুজের প্রতিষ্ঠাতা ও সিইও শাহজাদ ইউনাস এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। ওই টিকটক ভিডিওতে তিনি বলেন, ‘টিন্ডার/হিঞ্জ-এর মালিকেরা তৃতীয়বারের মতো আমাদের বিরুদ্ধে মামলা করছে!’ তিনি আরও বলেন, ‘তারা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করার পাঁয়তারা করছে’।
তিন দিন আগে পোস্ট করা ওই ভিডিও বার্তা দেখেছেন সাড়ে ৩ লাখের বেশি ব্যবহারকারী। ভিডিওতে ইউনাস জানান, ‘ম্যাচ গ্রুপ, পুরো ডেটিং জগতে তাদের একচেটিয়া দখল বজায় রাখতে চায়। তারা আমাদের মুজ তিনবার কেনার চেষ্টা করেছে। প্রথমে ২০১৭ সালে দেড় কোটিতে, এরপর আড়াই কোটিতে এবং সবশেষ ২০১৯ সালে সাড়ে তিন কোটি ডলারে কেনার প্রস্তাব দেয়। তবে প্রতিবারই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।’
মুজ একটি জনপ্রিয় মুসলিম ডেটিং অ্যাপ। ব্যবহারকারীদের ভবিষ্যৎ জীবনসঙ্গী খুঁজে পেতে সহায়তা করে অ্যাপটি। বিশ্বের ১৯০টির বেশি দেশে ছড়িয়ে থাকা এই অ্যাপের প্রায় ৫ লাখ নিবন্ধিত ব্যবহারকারী আছে। এই অ্যাপে বিনা মূল্যে চ্যাট ও ভিডিও কল করা যায়। ভাষা, শিক্ষা, পেশাসহ নানা বিষয়ে এই অ্যাপে ফিল্টারের সুবিধা আছে। নিরাপত্তার কারণে প্রাথমিক পর্যায়ে ফোন নম্বরও দিতে হয় না ব্যবহারকারীকে।
জনপ্রিয় মুসলিম ডেটিং অ্যাপ মুজের বিরুদ্ধে মামলা করেছে টিন্ডার ও হিঞ্জের মূল প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপ। প্ল্যাটফর্মটি কেনার জন্য ম্যাচ গ্রুপের সাড়ে ৩ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মুজের বিরুদ্ধে এই আইনি সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মুজের প্রতিষ্ঠাতা ও সিইও শাহজাদ ইউনাস এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। ওই টিকটক ভিডিওতে তিনি বলেন, ‘টিন্ডার/হিঞ্জ-এর মালিকেরা তৃতীয়বারের মতো আমাদের বিরুদ্ধে মামলা করছে!’ তিনি আরও বলেন, ‘তারা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করার পাঁয়তারা করছে’।
তিন দিন আগে পোস্ট করা ওই ভিডিও বার্তা দেখেছেন সাড়ে ৩ লাখের বেশি ব্যবহারকারী। ভিডিওতে ইউনাস জানান, ‘ম্যাচ গ্রুপ, পুরো ডেটিং জগতে তাদের একচেটিয়া দখল বজায় রাখতে চায়। তারা আমাদের মুজ তিনবার কেনার চেষ্টা করেছে। প্রথমে ২০১৭ সালে দেড় কোটিতে, এরপর আড়াই কোটিতে এবং সবশেষ ২০১৯ সালে সাড়ে তিন কোটি ডলারে কেনার প্রস্তাব দেয়। তবে প্রতিবারই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।’
মুজ একটি জনপ্রিয় মুসলিম ডেটিং অ্যাপ। ব্যবহারকারীদের ভবিষ্যৎ জীবনসঙ্গী খুঁজে পেতে সহায়তা করে অ্যাপটি। বিশ্বের ১৯০টির বেশি দেশে ছড়িয়ে থাকা এই অ্যাপের প্রায় ৫ লাখ নিবন্ধিত ব্যবহারকারী আছে। এই অ্যাপে বিনা মূল্যে চ্যাট ও ভিডিও কল করা যায়। ভাষা, শিক্ষা, পেশাসহ নানা বিষয়ে এই অ্যাপে ফিল্টারের সুবিধা আছে। নিরাপত্তার কারণে প্রাথমিক পর্যায়ে ফোন নম্বরও দিতে হয় না ব্যবহারকারীকে।
জাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
৬ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
৯ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
৯ ঘণ্টা আগে