Ajker Patrika

মুসলিম ডেটিং অ্যাপ মুজের বিরুদ্ধে টিন্ডার ও হিঞ্জের মামলা

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৪: ২৪
মুসলিম ডেটিং অ্যাপ মুজের বিরুদ্ধে টিন্ডার ও হিঞ্জের মামলা

জনপ্রিয় মুসলিম ডেটিং অ্যাপ মুজের বিরুদ্ধে মামলা করেছে টিন্ডার ও হিঞ্জের মূল প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপ। প্ল্যাটফর্মটি কেনার জন্য ম্যাচ গ্রুপের সাড়ে ৩ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মুজের বিরুদ্ধে এই আইনি সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মুজের প্রতিষ্ঠাতা ও সিইও শাহজাদ ইউনাস এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। ওই টিকটক ভিডিওতে তিনি বলেন, ‘টিন্ডার/হিঞ্জ-এর মালিকেরা তৃতীয়বারের মতো আমাদের বিরুদ্ধে মামলা করছে!’ তিনি আরও বলেন, ‘তারা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করার পাঁয়তারা করছে’।

তিন দিন আগে পোস্ট করা ওই ভিডিও বার্তা দেখেছেন সাড়ে ৩ লাখের বেশি ব্যবহারকারী। ভিডিওতে ইউনাস জানান, ‘ম্যাচ গ্রুপ, পুরো ডেটিং জগতে তাদের একচেটিয়া দখল বজায় রাখতে চায়। তারা আমাদের মুজ তিনবার কেনার চেষ্টা করেছে। প্রথমে ২০১৭ সালে দেড় কোটিতে, এরপর আড়াই কোটিতে এবং সবশেষ ২০১৯ সালে সাড়ে তিন কোটি ডলারে কেনার প্রস্তাব দেয়। তবে প্রতিবারই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।’

মুজ একটি জনপ্রিয় মুসলিম ডেটিং অ্যাপ। ব্যবহারকারীদের ভবিষ্যৎ জীবনসঙ্গী খুঁজে পেতে সহায়তা করে অ্যাপটি। বিশ্বের ১৯০টির বেশি দেশে ছড়িয়ে থাকা এই অ্যাপের প্রায় ৫ লাখ নিবন্ধিত ব্যবহারকারী আছে। এই অ্যাপে বিনা মূল্যে চ্যাট ও ভিডিও কল করা যায়। ভাষা, শিক্ষা, পেশাসহ নানা বিষয়ে এই অ্যাপে ফিল্টারের সুবিধা আছে। নিরাপত্তার কারণে প্রাথমিক পর্যায়ে ফোন নম্বরও দিতে হয় না ব্যবহারকারীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত