Ajker Patrika

লাইভ প্রশ্নোত্তরের ফিচার এনেছে ইউটিউব

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৬: ৪৫
লাইভ প্রশ্নোত্তরের ফিচার এনেছে ইউটিউব

কনটেন্ট নির্মাতাদের সঙ্গে দর্শকের যোগাযোগ সহজ করতে লাইভ স্ট্রিমের সময় ‘লাইভ কিউ অ্যান্ড এ’ নামে এক নতুন ফিচার চালু করেছে ইউটিউব। প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানা যায়, ইউটিউবে কনটেন্ট নির্মাতা লাইভ স্ট্রিমে প্রশ্নোত্তর পর্ব শুরু করলে দর্শকেরা পিন করা ম্যাসেজ হিসেবে দেখতে পাবেন এই অপশনটি। দর্শকেরা তাঁদের প্রশ্ন করতে পারবেন, এবং নির্মাতারা বাছাই করা প্রশ্নগুলোকে ম্যাসেজে পিন করে রাখতে পারবেন। যাতে করে দর্শকেরা বুঝতে পারেন নির্মাতা ঠিক কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন।

কনটেন্ট নির্মাতাসহ অনেক প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করে। এসব লাইভে ‘লাইভ চ্যাট’ অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত জানাতে পারেন দর্শকেরা। ফলে অসংখ্য ম্যাসেজের কারণে প্রশ্নগুলো কনটেন্ট নির্মাতাদের চোখ এড়িয়ে যায়। এ সমস্যা সমাধানে ‘লাইভ কিউ অ্যান্ড এ’ ফিচার চালু করেছে ইউটিউব।

আগে ইউটিউবের লাইভ স্ট্রিমে দর্শকদের করা প্রশ্নগুলো ম্যাসেজের নিচে চাপা পড়ে গেলেও নতুন এই ফিচারটি প্রশ্নগুলোকে একটি গোছানো পদ্ধতিতে নিয়ে আসবে। প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গেলে নির্মাতা আবার সাধারণ লাইভে ফিরে যেতে পারবেন।

ইউটিউব তাঁদের একটি ব্লগ পোস্টে জানায়, স্ট্রিম ও প্রিমিয়ার চলাকালীন সরাসরি ‘লাইভ কন্ট্রোল রুম (এলসিআর) ’ থেকে একজন কনটেন্ট নির্মাতা প্রশ্নোত্তর পর্ব তৈরি ও পরিচালনার সুযোগ পাবেন। লাইভ প্রশ্নোত্তর পর্বে একজন কনটেন্ট নির্মাতা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তাঁর কমিউনিটি আরও বড় করতে পারবেন।

ইউটিউব আরও জানিয়েছে, প্রশ্নগুলো কালানুক্রমিকভাবে সাজানো হবে। যে প্রশ্নটি সবার আগে জমা হবে, সেটি সবার ওপরে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, টুইচ আর টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই ফিচার চালু করেছে ইউটিউব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত